Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্বন ডাই অক্সাইডেই বৈশ্বিক উষ্ণতা বাড়ছে না : ইপিএ

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন পরিবেশ নিরাপত্তা সংস্থা (এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি-ইপিএ) প্রধান স্কট প্রুইত বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে শুধু কার্বন ডাই অক্সাইডই বৈশ্বিক উষ্ণতায় মুখ্য ভ‚মিকা রাখছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ুর পরিবর্তনে মানুষের ভ‚মিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে কিছু বিষয় একদমই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আলোচনা চলতে থাকা জরুরি বলে মনে করেন তিনি। তবে ইপিএর ওয়েবসাইটে বলা হয়, গ্রিনহাউস ইফেক্টের জন্য কার্বন ডাই অক্সাইডই দায়ী। জানুয়ারিতে নাসা ও মার্কিন ওশেনিক এন্ড এটমসফেয়ারিক এডমিনিস্ট্রেশনও জানায়, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সালে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি ছিলো বলে জানায় সংস্থা দুটি। প্রুইতের এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। তবে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, প্রুইতের মন্তব্য একদমই অবাক করার মতো নয়। টেক্সাস টেক ইউনিভার্সিটির অধ্যাপক ক্যাথরিন হায়হো বলেন, রিপাবলিকানরা এমন মন্তব্য করেই থাকে। প্রুইতের মন্তব্য খুব একটা প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কারণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইপিএ খুব বেশি অর্থ সহায়তা করে না। সূত্র : সিএনবিসি ও বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ