Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিআইএ’র কন্ট্রাক্টররাই সাম্প্রতিক ফাঁসের উৎস

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: সিআইএর হ্যাকিং কৌশল নিয়ে উইকিলিকসে প্রকাশিত সা¤প্রতিক নথিগুলো সংস্থাটির ‘কন্ট্রাক্টরদের হাত দিয়েই ফাঁস হয়েছে বলে সন্দেহ করছেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বিষয়ক দুই শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে বুধবার তারা রয়টার্সকে জানিয়েছেন, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সিআইএর বিভিন্ন হ্যাকিং কৌশল নিয়ে উইকিলিকস যেসব নথি প্রকাশ করেছে সেগুলো ‘নির্ভরযোগ্য’। উইকিলিকসের কয়েক হাজার নথি মঙ্গলবার প্রকাশিত হলেও যুক্ত রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো গত বছরের শেষ দিক থেকে এ নিয়ে উৎকণ্ঠায় ছিল বলে দাবি এই দুই কর্মকর্তার। তাদের একজন বলেছেন, সিআইয়ের ঠিকাদারি করা প্রতিষ্ঠানের মধ্যে যাদের কর্মকর্তা-কর্মচারীদের কাজের সঙ্গে উইকিলিকসের সা¤প্রতিক ফাঁসের বিষয়বস্তুর যোগ আছে, তাদের কম্পিউটার, ই-মেইল এবং অন্যান্য যোগাযোগ যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে। গত মঙ্গলবার উইকিলিকসও বলেছিল, সিআইএ তাদের একটি আর্কাইভের নিয়ন্ত্রণ হারিয়েছে, যেখানে তাদের হ্যাকিং কৌশলের বিস্তারিত বর্ণনা রয়েছে। সিআইএর হয়ে কাজ করতেন এমন সব হ্যাকার ও ঠিকাদারদের মধ্যে ওই আর্কাইভটি ছড়িয়ে পড়েছে এবং তাদেরই কেউ উইকিলিকসকে নথি সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স লিখেছে, বাজেট ঘাটতির কারণে সিআইএর অনেক কাজ ঠিকাদারদের কাছে ছেড়ে দেওয়া হয়। সিআইএর সঙ্গে কাজ করছে এমন ঠিকাদারের সংখ্যা অনেক। আর অতি গোপনীয় তথ্যে অনেকের প্রবেশাধিকার থাকায় তথ্য আসলে কার হাত দিয়ে ফাঁস হয়েছে- তা বের করা কঠিন হবে বলে মনে করছেন ওই গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্র সরকারের আরেক কর্মকর্তা বলেছেন, নথি ফাঁসের ঘটনায় এফবিআই ও সিআইএ উভয় প্রতিষ্ঠানই তদন্ত শুরু করবে বলে তার ধারণা। ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় উইকিলিকস ও এর কর্মকর্তাদের নিয়ে বছরখানেক ধরেই তদন্ত চলছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। তবে সেই তদন্তের সঙ্গে এই নতুন ফাঁসও যুক্ত হবে কী না তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা। ফাঁস হওয়া নথি অনুযায়ী, সিআইএর হ্যাকাররা চাইলে অ্যাপলের আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে; এছাড়া যেসব ডিভাইস গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করে সেগুলো এবং অন্যান্য গেজেটে ঢুকে ব্যবহারকারীর ভয়েস ও টেক্সট মেসেজ পড়তে পারে। সিআইএর এ বিস্তৃত হ্যাকিং কৌশলের আওতায় স্যামসাংয়ের স্মার্ট টিভিগুলোও আছে বলে উইকিলিকসের প্রকাশিত নথিতে জানা গেছে। উইকিলিকসের কার্যক্রম সম্পর্কে জানেন এমন একজন রয়টার্সকে বলেছেন, সিআইএ-র হ্যাকিং বিষয়ক এসব নথি গোপনীয়তাবিরোধী ওয়েবসাইটটির কাছে কয়েক মাস ধরেই ছিল। তারা অনেকদিন ধরেই এ নিয়ে কাজ করছে। বিবিসি,রয়টার্স ও ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ