নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলাই ঢাকা আবাহনী লিমিটেডের লক্ষ্য। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের ‘ই’ গ্রুপে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গ্রুপের অন্য দুই ক্লাব হচ্ছে- ভারতের মোহনবাগান ও ব্যাঙ্গালুরু এফসি। তিন দলের বিপক্ষেই ভালো করতে চায় আবাহনী। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে প্রথম রাউন্ড টপকে যেতে পারবে বাংলাদেশের দলটি। এমনটাই আশা করছেন আবাহনী কর্মকর্তারা। গতকাল আবাহনী ক্লাব প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তারা এই আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক হারুনুর রশীদ, কাজী ইনাম আহমেদ, ম্যানেজার সত্যজিত দাস রূপু ও কর্মকর্তা শাহ আলম চৌধুরী। ম্যানেজার রূপু বলেন, ‘এই আসরে খেলার জন্য ৩০ ফুটবলারকে নিবন্ধন করানো যাবে। বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ তিন জন নেয়া যাবে। এএফসি কাপে খেলার আগেই ১৮ ফুটবলারের তালিকা জমা দিতে হবে।’
আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দলবদল। কিন্তু আবাহনীকে এএফসি কাপে খেলতে হবে পুরনো খেলোয়াড় নিয়েই। তবে তারা যদি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সেক্ষেত্রে নতুন খেলোয়াড় নিতে পারবে। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে রূপু বলেন, ‘নিজেদের পরিচিত ভেন্যুতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো আমরা। প্রথম ম্যাচটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাউন্ডে ওঠার মতো সামর্থ্য আছে আমাদের। আশাকরি খেলোয়াড়রা তাদের সেরাটাই মাঠে ঢেলে দেবে এবং আমরা ভালো ফল করব।’ টুর্নামেন্টে প্রতিটি ক্লাব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের মোকাবেলা করবে দু’বার করে। তাই প্রতিটি দলকে ছয়টি করে ম্যাচ খেলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।