Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্র’র লক্ষ্যে খেলবে বাংলাদেশ

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : প্রথম ইনিংসে ১৮২ রানে পিছিয়ে বড় কিছুর স্বপ্ন এখন দেখবে কি করে বাংলাদেশ? ১৩৩/২ থেকে স্কোরটা ৩১২ তে থেমে যাওয়ায় অলীক কিছুর স্বপ্ন দেখতে চান না সৌম্যও। বাংলাদেশের আফসোস বাড়িয়েছে তৃতীয় দিনের ব্যাটিং। অথচ তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা ছিল দিনটি পার করা। এই পরিকল্পনার কথাই জানিয়েছেন সৌম্য তৃতীয় দিনের খেলা শেষেÑ ‘আমাদের পরিকল্পনা ছিল সারাদিন ব্যাটিং করা।  মূল ব্যাটসম্যানরা আউট হয়ে গেলে স্পিনার আর পেসারদের নিয়ে  কাভার করা যায় না। তাই পরিকল্পনা ছিল মূল ব্যাটসম্যান যারা ছিলাম তারাই দিন শেষ করব।’
অথচ, এমন পরিকল্পনায় ব্যাটিং করতে এসে মুশফিক, মিরাজ ছাড়া অন্য ব্যাটসম্যারা দায়িত্ববোধের পরিচয় দিল কই? ২ সেশনেই শেষ বাংলাদেশের অবশিষ্ট ইনিংস (৮ উইকেট)। পরিস্থিতির মুখে টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজন ম্যাচ বাঁচানোকেই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন। এখান থেকে ম্যাচ বাঁচাতে হলে দিতে হবে একশ’ পার্সেন্টের চেয়েও বেশি কিছু,তা মনে করছেন সৌম্যÑ‘শুরুতে যা দিয়েছিলাম, এখন থেকে তার চেয়ে আরও অনেক বেশি দিতে হবে। আগে যদি ১০০ ভাগ দিতে হতো, এখন তা ১২০ শতাংশ দিতে হবে। ম্যাচ যত তাড়াতাড়ি নিজেদের পক্ষে নিয়ে আসা যায়। তার জন্য এটাই থাকবে পরিকল্পনা।’
এদিকে প্রথম ইনিংসে ১৮২ রানের লিড নিয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না শ্রীলংকা কোচ  গ্রাহাম ফোর্ড। আজ দ্রুত রান তুলে,ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে কঠিন চ্যালেঞ্জ দিয়ে অল আউটের ছক আঁকছেন তিনিÑ‘কিছুটা দুর্ভাগ্য, বৃষ্টির জন্য ২০ ওভারের মতো খেলা হয়নি এদিন। তবে উইকেটটি ব্যাটিংয়ের জন্য এখনো ভাল মনে হচ্ছে। আমাদের জন্য কাজটা কঠিন। তবে আগামীকাল তাদেরকে বোলিং করে কিভাবে তাদেরকে অল আউট করা যায়,তা বের করতে আজ (গতকাল) রাতে এবং আগামীকাল (আজ) সকালে কথা বলব। এখন গুরুত্বপূর্ণ হলো ব্যাটিংয়ে সহজ পার্টনারশিপ দাঁড় করিয়ে  ইনিংস ঘোষণা করা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ