Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়টা ব্যাটসম্যানের উপর দিয়েছেন সৌম্য

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : ১১৮/০ থেকে ১৩১/২Ñদ্বিতীয় দিনের শেষ বিকেলে তামীমের মতিভ্রম রান আউট, জোড়া পায়ে ডিফেন্স করতে গিয়ে মুমিনুলের এলবিডাব্লু নিয়ে ছিল আক্ষেপ। সেই আক্ষেপটা বাড়িয়েছে বাংলাদেশ দল গতকাল। যে গল এ ৪ বছর আগে শ্রীলংকার ৫৭০’র জবাব দিয়ে ৬৩৮ করেছে বাংলাদেশ প্রথম ইনিংসে, সেই গল-এ ভাঙাচোরা শ্রীলংকা দলই উল্টো প্রথম ইনিংসে পেয়েছে ১৮২ রানের  লিড! তৃতীয় দিনের প্রথম সেশনে চার চারজন ব্যাটসম্যানের আত্মাহুতিতে ম্যাচে ব্যাকফুটে এখন বাংলাদেশ।
ইমরুল কায়েসের ইনজুরিতে ক্রাইস্টচার্চ টেস্টে ওপেনিংয়ের সুযোগকে সদ্ব্যবহার করতে করতে হাতছাড়া করেছেন সৌম্য সেঞ্চুরি। আক্ষেপটা তার ১৬ রানের। সেই আক্ষেপটা বুঝি ঘুঁচছে গল টেস্টে। দ্বিতীয় দিন তামীমের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ১১৮ রানের ওপেনিং পার্টনারশিপে অবদান রেখে, ৬৬ রানে ব্যাটিংয়ে থেকে নিজে দেখেছেন স্বপ্ন, তাকে ঘিরে স্বপ্ন দেখেছে বাংলাদেশ সমর্থকরাও। সঙ্গী হিসেবে তৃতীয় দিনের শুরুতে পাচ্ছেন মুশফিকুরকে, যিনি নিজে ব্যাকরণ মেনে টেস্ট খেলেন, অন্যকে করেন উদ্বুদ্ধ। এমন এক পার্টনারের সঙ্গে ব্যাট করতে নেমে নিজেকে নিবৃত্ত রাখবেন, এটাই স্বাভাবিক। তবে দিনের তৃতীয় ওভারে  লংকান পেসার লাকমালের শর্ট বলে ফাইন লেগ দিয়ে পুল শটে খেলেই করলেন ভুল। ফিরে গেলেন ৭১-এ। দিনের শুরুতে এই ভুলটাই বড় ক্ষতি ডেকে এনেছে বাংলাদেশের।
বার বার বাজে শটে আউট হয়েও সাকিব শুধু মুখেই নন, ব্যাট দিয়ে বলতে চানÑ আমি তো এই স্টাইলেই খেলি। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে সেই যে লেগে গেছে অপবাদ, তা জেনো মুছতে পারছেন না কিছুতেই। টেস্টের ব্যাটিংয়ে বানিয়ে ফেলবেন টি-২০, গলও তার ব্যতিক্রম হয়নি। লাকমালকে ফাইন লেগের উপর দিয়ে ছক্কায় হারিয়েছেন মেজাজ, করেছেন ভুল। চায়নাম্যান বোলার সান্দমান অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন পাল্লেকেলেতে, তা জেনেও এই বাঁ-হাতি স্পিনারকে আমল না দিয়ে, তাকে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ (১৯ বলে ২৩)। লাহিরু কুমারার অফ স্ট্যাম্পের উপর পিচিং ডেলিভারি বলের লাইনে না গিয়ে ডিফেন্সের সাজা পেয়েছেন মাহামুদুল্লাহ বোল্ড আউটে (৮)। ১৫ ওভার পর্যন্ত উইকেটহীন কাটানো বাঁ-হাতি স্পিনার হেরাথকে প্রথম উইকেটটি উপহার দিয়েছেন লিটন, স্লিপে ক্যাচ দিয়ে (৫)।   
অবধারিত সেঞ্চুরি হাতছাড়া করায় দিনটি আক্ষেপে পোড়াচ্ছে ওপেনার সৌম্য সরকারকেওÑ‘পেস বলে আজ ওটাই আমার জন্য  দিনের প্রথম বল ছিল। ওই শট খেলা উচিত হয়নি। ওই শট না খেললে আমার জন্য তো ভালো হতোই দলের জন্য আরও বেশি ভালো হতো। আজ শুরুতে আমি যদি ভুল না করতাম, ছোট ভুলগুলো যদি না হতো তাহলে হয়তো আমাদের পক্ষেই যেত। আমরা ভালো অবস্থানে থাকতাম, দিনটাও ভালোভাবে শেষ হতো। তিন ম্যাচের মধ্যে দুইবার সেঞ্চুরির সুযোগ এসেছে।  পরবর্তীতে যদি ৭০/৮০ পর্যন্ত যেতে পারি, তখন অবশ্যই শেষ করে আসব।’
প্রথম দিন তামীমের রান আউট, গতকাল স্বীকৃত ৪ ব্যাটসম্যানের উইকেট বিলিয়ে দিয়ে আসা, বাংলাদেশ সমর্থকদের চরম হতাশ করায় দায়টা চেপেছে ব্যাটসম্যানদের উপর এবং এই দায়টা মাথা পেতে মেনে নিচ্ছেন সৌম্যÑ ‘যেহেতু ব্যাটিং আমরাই করি দায় তো আমাদেরই নিতে হবে।’ বাংলাদেশ ব্যাটসম্যানদের বাজে শটস সিলেকশনে গল টেস্টের তৃতীয় দিন শেষে ড্রাইভিং সিটে এখন  শ্রীলংকা। কোচ গ্রাহাম ফোর্ড তাই প্রতিপক্ষ দলের ভুল ব্যাটিং নিয়ে মন্তব্য করতে রাজি নন। বরং সকালের সেশনে বোলাররা অর্পিত দায়িত্ব পালন করতে পারায় খুশি তিনিÑ ‘বাংলাদেশ ব্যাটসম্যানদের দারুণ কিছু ব্যাটিং দেখেছি। তবে আমাদের ছেলেরা সকালে প্রতিজ্ঞা নিয়েই বোলিং করেছে সকালের সেশনে। তারা তাদের কাজটা করতে পারায় আমি খুশি। তবে প্রতিপক্ষের ব্যাটিং নিয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন।’
এদিকে দায়টা ব্যাটসম্যানদের উপর চাপালেও অজানা কারণে সাকিবকে ভাগ্যাহত বলে উল্লেখ করেছেন সৌম্যÑ ‘সবাই চেষ্টা করে নিজেদের সেরাটা দিতে।  সাকিব ভাইয়ের ভাগ্যটা খারাপ।’ ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মঈন খানকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ডুবিয়েছেন বাংলাদেশকে, হায়দারাবাদ টেস্টে অশ্বিনের টোপ গিলে একই শটে প্রলুব্ধ হয়ে ৮২ রানে থেমেছেন, গতকাল চায়নাম্যান বোলার সান্দকানকে শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষা পেয়েছেন সাকিব। তারপরও সাকিবের পক্ষে করেছেন ওকালতি সৌম্যÑ ‘সান্দাকান চায়নাম্যান বোলার। ও তার উল্টা (গুগলি) করেছে। সাকিব ভাই ওই উল্টা বলটা বুঝতে ঠিকই পেরেছিল। ফাইন লেগে কোনো ফিল্ডার ছিল না। উনি হয়তো ভেবেছিলেন, বাইরের বল খেলে দুইটা রান নিই। এই ধরনের বলে আউট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।  দুর্ভাগ্যবশত আউট হয়েছেন। টেস্টে সবাই বাজে বলের জন্য অপেক্ষা করে। তিনি হয়তো বাজে বল ভেবেই মারতে গিয়েছিলেন। কিন্তু কানেক্ট করতে পারেননি। হয়তো দিনটা তার পক্ষে ছিল না বা বলটা তার পক্ষে ছিল না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ