Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে জিমিদের স্বপ্নভঙ্গ

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জাহেদ খোকন : বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের সেমিফাইনালে খেলা হলো না স্বাগতিক বাংলাদেশের। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মিসরের কাছে এক প্রকার নাস্তানাবুদই হলো জিমি বাহিনী। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মিসর অনেকটা হেসে-খেলেই ৫-১ গোলে হারায় বাংলাদেশকে। অতিথি দলের হয়ে সাইদ আমর দু’টি, এবং মামদু মাহমুদ, জামাল আহমেদ ও হাসান মোহাম্মদ একটি করে গোল করেন। লাল-সবুজদের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন মইনুল ইসলাম কৌশিক।
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মিসরের অবস্থান ২০, সেখানে বাংলাদেশ রয়েছে ৩২তম স্থানে। এতে বুঝা যায় শক্তির বিচারে মিসরীরা কতটা এগিয়ে আছে জিমিদের চেয়ে। কাল মাঠেও তার প্রমাণ হয়েছে। ম্যাচে বলতে গেলে মিসরের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। যদিও শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লাল-সবুজরা। গ্রুপ পর্বে ‘এ’ পুলে নিজেদের প্রথম মালয়েশিয়ার বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে ফিজিকে হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে যদি ওমানকে স্বাগতিকরা হারায় তাহলে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ঘানাকে পাওয়া যাবে। আর শেষ আটে ঘানাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। এমন সমীকরণে গ্রুপের শেষ ম্যাচে ওমানের কাছে হেরে সেই আশায় গুড়ে বালি বাংলাদেশের। উল্টো গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে সেই ঘানাকে পায় ওমান এবং কাল সেই দলটিকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে মধ্য এশিয়ার দেশটি। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে মিসর।
গতকাল মিসর-বাংলাদেশ ম্যাচে প্রায় এক তরফা লড়াই হয়েছে। ফলে ম্যাচের ৪ ও ১৭ মিনিটে মামদু মাহমুদ ও সাইদ আমরের দুই গোলে এগিয়ে যায় মিসরীরা। তবে মিনিট দুয়েক পরেই কৌশিক গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলে শেষ পর্যন্ত তা হয়নি। ম্যাচের বাকি সময় আর কোনো গোলই পায়নি স্বাগতিক দল। উপরন্তু শেষদিকে আরো তিন গোল হজম করে মাঠ ছাড়তে হয় তাদেরকে। টুর্নামেন্টের মূল পর্ব থেকে ছিটকে পড়ায় এখন স্বাগতিকদের খেলতে হবে ঢাকা পর্বের প্রাক-পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে। আগামীকাল সকাল সাড়ে ১১টায় শ্রীলংকার বিপক্ষে খেলবেন জিমিরা। এ ম্যাচ জিতলেই কেবল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ