মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ৃর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু ঘিরে সন্দেহ দূর করতে গত বুধবার এইমস ও এপোলো হাসপাতালের প্রদত্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে তামিলনাড়–র পালানীস্বামী সরকার। প্রয়াত এডিএমকে নেত্রীর ভুল চিকিৎসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন, কিন্তু সব সন্দেহ দূর হচ্ছে না তাতেও। বরং নতুন করে প্রশ্নের মুখে পড়েছে চেন্নাইয়ের এপোলো হাসপাতাল। কারণ, গত ২২ সেপ্টেম্বর রাতে ঠিক কী অবস্থায় জয়ললিতাকে ভর্তি করা হয়েছিল, তা নিয়ে তাদের প্রথম দিকের বিবৃতির সঙ্গে রাজ্য সরকারকে দেয়া এইমসের রিপোর্ট মিলছে না। যা নিয়ে গত বুধবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এমকে স্টালিন। ডিএমকের কার্যনির্বাহী সভাপতি স্টালিনের বক্তব্য হলো, গত ২৫ সেপ্টেম্বর এপোলো হাসপাতাল জানিয়েছিল, জ্বর ও অপুষ্টিজনিত কারণে ভর্তি করা হয়েছে জয়ললিতাকে কিছু দিনের মধ্যেই তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন কিন্তু এইমসের রিপোর্ট বলছে, জয়ললিতাকে যখন ভর্তি করা হয় তখনই জীবনদায়ী ব্যবস্থায় ও সংজ্ঞাহীন ছিলেন তিনি। পিটিআই, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।