Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গান গাওয়ায় ফেসবুকে আক্রমণের শিকার মুসলিম তরুণী

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের কর্নাটকের একটি রিয়্যালিটি শোতে হিন্দু সঙ্গীত পরিবেশন করায় মুসলিম তরুণীকে তুমুল গালিগালাজ করা হল ফেসবুকে। মুসলিম হয়ে কেন হিন্দু ধর্মের গান গাইলেন সুহানা সইদ এবং কোন অধিকারে অচেনা পুরুষদের সামনে গিয়ে গান গাইলেন লম্বা এক ফেসবুক পোস্টে সেই প্রশ্নই তোলা হয়েছে। সুহানা তো বটেই, তার মা-বাবাও আর বেহেস্তে যেতে পারবেন না, এমন মন্তব্যও করা হয়েছে। ঘটনাটি কর্নাটকের। যে ফেসবুক পেজটিতে সুহানা সইদকে আক্রমণ করা হয়েছে, সেটির নাম ‘ম্যাঙ্গালোর মুসলিমস’। পেজটির প্রায় ৪৬ হাজার ফলোয়ার রয়েছেন। একটি জনপ্রিয় কন্নড় চ্যানেলের রিয়্যালিটি শো’য়ে গিয়ে সুহানা ভক্তিগীতিটি গেয়েছিলেন। বিচারকরা মুগ্ধ হন তার গানে। সুহানা সইদের গলায় হিন্দু ভক্তিগীতি সমস্ত বিভেদ মুছে দিয়েছে, এমন মন্তব্যও করেন বিচারকরা। সুহানার গান এবং বিচারকদের প্রশংসা এই গোটা পর্বটি এত জনপ্রিয় হয়েছিল যে ভিডিওটি গোটা কর্ণাটকেই ভাইরাল হয়। কট্টরপন্থীদের কিন্তু এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি। ম্যাঙ্গালোর মুসলিমস নামের পেজটিতে দীর্ঘ পোস্ট করে ২২ বছরের তরুণীকে ইসলাম বিরোধী কাজের দায়ে অভিযুক্ত করা হয়। বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ শুরু হওয়ায় পোস্টটি পরে ডিলিট করে দেওয়া হয়েছে। সেই পোস্টে সুহানার উদ্দেশে কন্নড় ভাষায় লেখা হয়েছিল, তুমি মোটেই বিরাট কিছু করনি। পিটিআই এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ