Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দালাইলামা মিথ্যাবাদী ক্রীড়নক চতুর : চীন

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামাকে একজন মিথ্যাবাদী, চতুর ও ক্রীড়নক বলে অভিহিত করেছে। এর আগে দালাই লামা মন্তব্য করেন, চীনের কট্টরপন্থিদের মস্তিষ্কের অংশবিশেষ বিলুপ্ত হয়ে গেছে। তার এ মন্তব্যের জবাবে চীন তাকে মিথ্যাবাদী ও ক্রীড়নক বলে উল্লেখ করে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। দালাইলামা ও চীনের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে কথার যুদ্ধ আবারও প্রকাশ্যে এল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং গত মঙ্গলবার বলেন, আমরা বলে থাকি, চতুর্দশ দালাইলামা একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি, যিনি ধর্মের লেবাস পরে চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাÐের সঙ্গে যুক্ত। তিনি আরো বলেন, এখন দেখা যাচ্ছে, তিনি একজন ক্রীড়নক, যিনি অভিনয়ে খুবই পারদর্শী ও চতুর। সা¤প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, দালাইলামার সঙ্গে চীনের শত্রæতা ক্রমেই প্রকাশ্যে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিব্বতের এই আধ্যাত্মিক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বিষয়টি মোটেও সহজভাবে নিচ্ছে না চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে চীনের বিরাগভাজন হন ট্রাম্প। এবার দালাইলামার সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাতের বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে চীন। কমেডিয়ান জন অলিভার দালাইলামার কাছে জানতে চান, খবর শোনা যাচ্ছে, চীন তার উত্তরসূরি নিয়োগ দিতে পারে- এ বিষয়ে তিনি কী ভাবছেন। উত্তরে দালাই লামা বলেন, আপনি জানেন, সাধারণ বিষয়গুলো বুঝে ওঠার জ্ঞান রয়েছে আমাদের মস্তিষ্কের... কিন্তু চীনের কট্টরপন্থিদের মস্তিষ্কের অংশবিশেষ বিলুপ্ত হয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দালাইলামার মন্তব্য হাস্যকর মনে হয়েছে, কিন্তু এসবই মিথ্যা। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ