Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বায়ার্নে বিধ্বস্ত আর্সেনাল

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নায়ক রামোসে শেষ আটে রিয়াল
স্পোর্টস ডেস্ক : অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে সার্জিও রামোসের জয়ের নায়ক হয়ে ওঠার সুখস্মৃতি আছে ঢের। তবে এবার আর শেষে নয়, মাঝপথে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিলেন। তার নৈপুণ্যে নাপোলিকে ছিটকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠে গেছে রিয়াল মাদ্রিদ। গেলপরশু রাতে নাপোলির মাঠে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে মাদ্রিদের দলটির জয় ৬-২ ব্যবধানে। সান্তিয়াগো বার্নাব্যুয়ে শেষ ষোলোর প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে শুরু থেকে দুর্দান্ত খেলা নাপোলি ড্রিস মের্টেন্সের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরা রিয়াল ছয় মিনিটের ব্যবধানে দুই গোলে সব অনিশ্চয়তায় ইতি টেনে দেয়। শেষ গোলটি করেন আলভারো মোরাতা।
একই রাতে বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে শেষ আটে উঠতে আর্সেনালকে গড়তে হতো ইতিহাস। তবে খেলা শুরু হতে না হতেই বায়ার্ন সমর্থকদের কা-ে খেলা বন্ধ রাখতে হয়। টয়লেট পেপার মাঠে ছুঁড়েন তারা! মাঠ পরিষ্কার করার পর ফের শুরু হয় খেলা। শুরুতে আক্রমণাত্মক খেলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে লরাঁ কোসিয়েলনির লালকার্ডের পর যেন হাল ছেড়ে দেয় তারা। একের পর এক হজম করতে থাকে গোল। ফলাফল- প্রথম লেগের মতো ঘরের মাঠেও বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলো থেকে ছিটকে গেল আর্সেন ওয়েঙ্গারের দল। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের হারটি ৫-১ গোলের। প্রথম লেগে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় একই ব্যবধানে জেতা বায়ার্ন দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের অগ্রগামিতায় উঠেছে কোয়ার্টার-ফাইনালে।
ইউরোপ সেরার মঞ্চে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে আর্সেনালের হতাশার গল্পটা হলো আরও লম্বা। ২০০০-০১ মৌসুমে দ্বিতীয় গ্রুপ পর্বে প্রথম মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে হারের পর ঘরের মাঠে ড্র করেছিল গানাররা। আর ২০০৪-০৫ আসরে এই দলের কাছে হেরেই শেষ ষোলো থেকে ছিটকে পড়ে তারা। গত ছয় মৌসুমে প্রতিবারই শেষ ষোলোতে থামে আর্সেনালের পথচলা। এর মধ্যে দুবার বায়ার্নের কাছে হেরে। গত মৌসুমেও দেখা হয় তাদের। গ্রুপ পর্বে ঘরের মাঠে জিতলেও আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-১ গোলে বিধ্বস্ত হয় ইংলিশ ক্লাবটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ