Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসাধ্য সাধনের মিসর মিশন

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের শেষ আটে জিমি বাহিনীর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে মিসর। টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে হেরে গিয়ে বেশ বিপাকেই পড়েছে স্বাগতিকরা। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পড়তে হয়েছে শক্তিশালী মিসরের সামনে। মিসর বাধা টপকে শেষ চারে খেলতে পারবে কি বাংলাদেশ? টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ মিসরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
এ আসরে মিসর যে শক্তিশালী দল তা গ্রুপ পর্বে প্রমাণ করেছে তারা। ‘বি’ পুলে চীন, ঘানা ও শ্রীলংকাকে হারালেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে তাদের। একই পয়েন্ট পেয়ে প্রথমস্থানে রয়েছে চীন। বাইলজে রয়েছে, সরাসরি ম্যাচ জিতলে তিন পয়েন্ট পাবে বিজয়ীরা। আর টাইব্রেকারে জিতলে পাবে দুই পয়েন্ট। সেই হিসেবে চীনের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে (৫-৪) জিতেছে মিসর। ঘানার বিপক্ষেও নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় তারা। তবে শ্রীলংকাকে সরাসরি ৬-২ গোলে হারায় মিসর। ফলে তাদের অর্জন সাত পয়েন্ট। অন্যদিকে চীন ৭-৩ গোলে ঘানা ও ৫-১ গোলে শ্রীলংকাকে সরাসরি হারিয়ে ছয় পয়েন্ট পেলেও মিসরের কাছে টাইব্রেকারে হেরে অর্জন করেছে আরও এক পয়েন্ট। অন্যদিকে ‘এ’ পুলে বাংলাদেশ ফিজিকে হারালেও হেরেছে মালয়েশিয়া ও ওমানের কাছে। ফলে মাত্র তিন পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় দল হিসেবে শেষ আটে উঠেছে স্বাগতিকরা।
মিসরের বিপক্ষে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে বাংলাদেশ। এমন সমীকরণে দলীয় অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও গোলরক্ষক অসীম গোপের চোট দুঃসংবাদই বটে স্বাগতিক শিবিরে। ওমান ম্যাচে জিমি ডান পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। যে কারণে বলা যায় মিসর ম্যাচের আগে পুরো পুরি ফিট নন তিনি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ব্যথা নিরাময় ওষুধ খেয়ে টার্ফে নামতে পারবেন বাংলাদেশ অধিনায়ক। তবে খেলার সম্ভাবনা নেই বললেই চলে নিয়মিত গোলরক্ষক অসীম গোপের। ওমানের বিপক্ষে ম্যাচে তিনি বড় ধরনের ইনুজরিতে পড়ায় তার টুর্নামেন্ট শেষ। যে কারণে মিসরের বিপক্ষে প্রথম একাদশে গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে জাহিদ হোসেনকে। গতকাল ছিল টুর্নামেন্টের বিরতি। তাই হালকা স্ট্রেচিং করার পর দিনটি বিশ্রামে কাটিয়েছেন জিমি-চয়নরা। শক্তিশালী মিসরের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কিছুই জানাননি বাংলাদেশের জার্মান কোচ অলিভার কার্টজ। তবে স্থানীয় কোচ মাহবুব হারুন বলেন, ‘নিজেদের যোগ্যতানুযায়ী গ্রুপের তিন ম্যচের একটিতেও খেলতে পারেনি বাংলাদেশ। সব সময় উত্থান-পতনের মধ্যেই ছিল জিমিদের পারফরম্যান্স। যেখানে গোল হওয়ার কথা ছিল, সেখানে গোল পায়নি তারা। আবার যেখানে গোল পাওয়ার সম্ভাবনা ছিল ক্ষিণ, সেখানেই গোল পেয়েছে। তবে কাল (আজ) শেষ পরীক্ষা। তাই আমি আশা করি, জিমিরা একটি ম্যাচ নিজেদের পূর্ণ যোগ্যতা দিয়ে খেলবে। তবে মিসরের বিপক্ষে বাংলাদেশ জিতবে, একথা আমি বলব না। যদি শত ভাগের বেশি দিয়ে খেলতে পারে বাংলাদেশ, তাহলে জয় ছিনিয়ে আনা সম্ভব। হকিতে এরকম ঘটনা অনেক সময় ঘটে।’




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ