Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতুরুসিংহের টার্গেট ৫০০

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : গল টেস্টে যে অবস্থায় দাঁড়িয়ে এখন ম্যাচটি, তাতে স্বাগতিকদের উৎকণ্ঠা যেমন গেছে বেড়ে, বাংলাদেশ দলও থাকতে পারছে না নির্বিঘেœ। তবে গল-এর ফ্লাট উইকেটে টসে হেরে প্রতিপক্ষের রান পাহাড়ে চাপা পড়ার শঙ্কা দূর হওয়ায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন বাংলাদেশ কোচ হাতুরুসিংহেÑ‘ আমাদের যে তারুণ্য নির্ভর বোলিং অ্যাটাক,তা নিয়ে সন্তুষ্ট থাকার কথা নয়। সাকিবকে বাদ দিলে অন্য বোলাররা মিলে মাত্র ১৫টি ম্যাচ খেলেছে। ‘নো’ বলের ব্যাপারটি নিয়ে আমি হতাশ। তবে এ নিয়ে করার কিছুই নেই। ফ্লাট উইকেটে টসে হেরে তাদেরকে ৫শ’র নীচে বেধে ফেলা সত্যি বলতে দারুণ।’
ম্যাচটিতে দু’দলের জন্যই সুযোগ সমান সমান অবস্থানে দাঁড়িয়ে বলে মনে করছেন বাংলাদেশ কোচÑ‘দু’দলের জন্যই দিনটি সমান সমান কেটেছে। এই টেস্ট ম্যাচে এখনো অনেক পথ বাকি, তাই এখনই কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। ১৩৩ রান করায় আমরা এখনো ৩৬০-এর মতো পিছিয়ে আছি। উইকেট এখনো ভালো মনে হচ্ছে। তার পরও এই টেস্টে অনেক পথ পাড়ি দিতে হবে।’
প্রথম ইনিংসে ৫শ’ স্কোর করার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি ব্যাটসম্যানদেরÑ‘ আমি তো চাই ৬শ’ রান। প্রথম ইনিংসটি আমাদের জন্য ক্রুশাল। ৫শ’ স্কোর পেলেই তা যথেষ্ট হবে। আমরা এখন যা কিছু রান করি না কেন, ম্যাচের ফলাফলের জন্য তা হবে ক্রুশাল। কেবল ২ দিন খেলা হয়েছে। আগামীকাল যে স্কোর করব, তাতে ভর করেই ৫ম দিনে জয় অথবা ড্র’র জন্য খেলতে পারব।’  
 মুস্তাফিজ এবং মিরাজের বোলিং নিয়ে প্রশংসা করেছেন হাতুরুসিংহেÑ‘ ইনজুরি থেকে ফিরে এসে মুস্তাফিজ ২৫ ওভার বল করেছে, ঠিকঠাক মতো কাটার ডেলিভারি দিয়েছে। এটা সত্যিই দারুণ। ও ওর মতো খেলে যাক। মিরাজ তো মাত্র ৫ টেস্ট খেলল, ওর কাছ থেকে এক্ষুণি বেশি প্রত্যাশা করা ঠিক হবে না।’ সৌম্যের ব্যাটিংকেও দিয়েছেন তিনি হাততালিÑ ‘সৌম্য যেভাবে ব্যাটিং করছে, তা আশাব্যঞ্জক। সাধারণত, সে একজন স্ট্রোক মেকার বলেই আমরা জানি। সে কিভাবে অ্যাপ্রোচ করবে, সিদ্ধান্তটা তার উপরই নির্ভর করছে।’
দ্বিতীয় দিনের পড়ন্ত বেলা থেকে উইকেট হয়ে পড়েছে স্পিনবান্ধব। এটাকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন হাতুরুসিংহেÑ‘শ্রীংলকান স্পিনাররা রান রেট টেনে ধরতে বোলিং করেছে। উইকেট ক্রমশ: সেøা হতে শুরু করেছে, কিছুটা স্পিনফ্রেন্ডলি হয়ে পড়েছে, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ।’ স্পিন দিয়েই ম্যাচ জয়ের ছক আঁকছে শ্রীলংকা, উইকেট কিপার ডিকভেলা সেই হুঙ্কারই দিয়েছেন সংবাদ সম্মেলনেÑ‘উইকেট আসলেই সেøা। গতকাল (গত পরশু) উইকেটটি দারুণ ব্যাটিং উপযোগী ছিল। এই মুহূর্তে সেøা হয়ে পড়েছে। সেøা টার্ন পাচ্ছে। বিকেল থেকে টার্ন পেতে শুরু করেছে। গতকাল (গত পরশু) সকালে সীম বোলাররা সুইং পেয়েছে, দুপুরে ব্যাটিং ট্র্যাকে পরিণত হয়েছে। অবশ্যই আমরা তাদের উইকেটগুলো নিয়ে লো স্কোরে আটকে রাখতে চাই। আমাদের তিন স্পিনার আছে, তারা দারুণ বল করেছে। আগামীকাল (আজ) তারাই আমাদের উপকারে আসবে।’
হাতুরুসিংহে শ্রীলংকান, ছিলেন এক সময়ে শ্রীলংকার কোচ। হেরাথ তারই শিষ্য। গল টেস্টকে সামনে রেখে শ্রীলংকা দলটি বাংলাদেশকে নিয়ে নয়,উৎকণ্ঠায় ছিল বাংলাদেশ কোচ হাতুরুসিংহেকে নিয়ে। শ্রীলংকান হয়ে শ্রীলংকার বিপক্ষে এই প্রথম অবতীর্ণ হয়ে হয়ে যাওয়া ২ দিনের খেলায় দিতে পেরেছে তার শিষ্যরা স্বাগতিক দলকে ধাক্কা। শ্রীলংকা ক্রিকেটের উপেক্ষার জবাব দিতে পারছেন, শ্রীলংকার মাটিতে শ্রীলংকার বিপক্ষে অবতীর্ণ হয়ে তাই একটু বেশিই উপভোগ করছেন হাতুরুসিংহে। চেনা-জানা মানুষজনের সামনে নিজেকে এভাবে উপস্থাপন করতে পেরে তাই ভীষণ খুশি হাতুরুসিংহেÑ‘ আমি সব সময় কোচিং উপভোগ করি। তবে শ্রীলংকান হিসেবে আমি একটু বেশিই উপভোগ করছি। কারন, এখানে আমি প্রশংসা পেয়েছি, এখানকার লোকজন আমাকে চেনে। যেখানেই হোক, কোচিং উপভোগ করি।’ তবে হাতুরুসিংহের এই বক্তব্য খুব একটা ভালো লাগেনি শ্রীলংকা মিডিয়ার। রেওয়াজ অনুযায়ী সংবাদ সম্মেলনে ইংরেজি প্রশ্ন আগে, পরে হয়ে থাকে স্থানীয় ভাষায় প্রশ্ন। অথচ, হাতুরুসিংহে শ্রীলংকান হয়েও শ্রীলংকা মিডিয়া তাকে সিংহলা ভাষায় কোনো প্রশ্ন করে নি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ