Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চ্যাম্পিয়ন উত্তর

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগে থেকেই প্রস্তুত ছিল উপলক্ষ। কোনো অঘটন না ঘটলে, শুধু মাত্র ড্র করলেই শিরেপা ঘরে তুলবে বিসিবি উত্তরাঞ্চল। হলোও তাই। বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল। শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি পায়নি দলটি। বাধ্য হয়ে বিসিবিই চালাচ্ছে এই দল। স্পন্সর প্রতিষ্ঠান না পাওয়া সেই দলই এবার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। প্রথম দুই আসরে রানার্স আপ হওয়া দলটিই প্রথমবার বিসিএলের শিরোপা জয়ের স্বাদ পেল গতকাল।
শেষ দিনে শিরোপা জয় উত্তরাঞ্চলের জন্য ছিল কেবলই সময়ের ব্যাপার। তার আগে ছিল নাজমুল হোসেন শান্তের সেঞ্চুরির অপেক্ষা। হয়েছে দু’টিই। ৯১ রান নিয়ে শান্ত শুরু করেছিলেন শেষ দিন। তরুণ বাঁহাতি ব্যাটসম্যান তুলে নেন তার চতুর্থ আর বিসিএলে টানা সেঞ্চুরি। সেঞ্চুরির পরও আউট হননি শান্ত। অপরাজিত থাকেন ১২২ রানে। উত্তাঞ্চল ইনিংস ঘোষণা করে ২৯৫ রানে। উত্তরাঞ্চলের শিরোপার ক্ষণগণনা শুরু এরপরই। খেলা আগেভাগে শেষ হওয়ায় মাহেন্দ্রক্ষণটিও এসেছে দ্রুতই!
আলোকস্বল্পতায় শেষ দিনে চা-বিরতির পর আর খেলা হয়নি। তবে প্রায় অন্ধকারেই শিরোপার হাসিতে উজ্জ্বল ছিল উত্তরাঞ্চলের ক্রিকেটাররা। শেষ রাউন্ডের ম্যাচে ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে তারা করেছে ড্র। ৬ ম্যাচে ২২ পয়েন্ট উত্তরাঞ্চলের। ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ দক্ষিণাঞ্চল। বিসিএলের আগের চার আসরে দুবার করে শিরোপা জিতেছিল দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।
এদিকে, বিকেএসপিতেও ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ দিনে কেবল ছিল ব্যক্তিগত চাওয়া-পাওয়ার পালা। সেই হিসাব মিলিয়ে দিনের শুরুতে হাসলেন সাদমান ইসলাম, দিনের শেষে তুষার ইমরান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন তরুণ সাদমান। তুষার গড়েছেন মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড। বিকেএসপিতে বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে ড্র করেছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করল দক্ষিণাঞ্চল। গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল এবার সবার শেষে।
বিসিএল রোল অব অনার
মৌসুম    চ্যাম্পিয়ন    রানার্সআপ
২০১২-১৩    মধ্যাঞ্চল     উত্তরাঞ্চল
২০১৩-১৪    দক্ষিণাঞ্চল    উত্তরাঞ্চল
২০১৪-১৫    দক্ষিণাঞ্চল    পূর্বাঞ্চল
২০১৫-১৬    মধ্যাঞ্চল    পূর্বাঞ্চল
২০১৬-১৭    উত্তরাঞ্চল    দক্ষিণাঞ্চল

নতুন চ্যাম্পিয়ন উত্তর
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল
উত্তরাঞ্চল প্রথম ইনিংস : ৩৭৪ এবং দ্বিতীয় ইনিংস : ৭৯ ওভারে ২৯৫/৮ (আগের দিন ২৩৯/৬) (শান্ত ১২২*, আলাউদ্দিন ১৬, ফরহাদ রেজা ০, সানজামুল ১৫*, আবুল হাসান ১/২৫, সাইফুদ্দিন ৩/৬৬, আবু জায়েদ ২/৪৫, অলক ০/৩৭, নাঈম ০/৪১, রাহাতুল ০/২৭, আফিফ ১/৪৭)।
পূর্বাঞ্চল প্রথম ইনিংস : ২১৬ এবং দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৪৫৪) ৩৬ ওভারে ১২৮/৩ (ইরফান ২৫, আফিফ ১, তাসামুল ৪৪, রাহাতুল ২১, ইয়াসির ১৮*; শফিউল ২/৩৭, আলাউদ্দিন ০/৩৫, নাঈম ০/০, সানজামুল ০/২৬, ফরহাদ রেজা ১/১২)।
ফল : ম্যাচ ড্র। ম্যান অব দা ম্যাচ : ফরহাদ হোসেন (উত্তরাঞ্চল)।
দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস : ৭৪৯/৮ (ডিক্লে.) এবং দ্বিতীয় ইনিংস : ২ ওভারে ৩৩/০ (তুষার ২৮*, নাহিদুল ৪*; আবু হায়দার ০/৯, শরিফ ২৪/১)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস : ১৪৩.৫ ওভারে ৪১৫ (আগের দিন ১৮৪/৩) (সাদমান ১১৩, শুভাগত ২৩, তাইবুর ৯০, নুরুল ২২, তানবির ১৩, মোশাররফ ২৩*, শরীফ ০, আবু হায়দার ৪; জিয়াউর ০/১২, আল আমিন ২/৪৭, রাজ্জাক ২/১৩৯, নাহিদুল ১/৯৬, নাজমুল অপু ৪/১০০, আল আমিন ০/২, তুষার ০/৯)।
ফল: ম্যাচ ড্র। ম্যান অব দ্য ম্যাচ : শাহরিয়ার নাফীস (দক্ষিণাঞ্চল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ