Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জে তৃণমূল হকি

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নানা প্রতিবন্ধকতায় অনেকটাই ঝিমিয়ে রয়েছে কিশোরগঞ্জের খেলাধুলা। বেশ কয়েক বছর ধরে জেলাপর্যায়ে ফুটবল-ক্রিকেট লিগ বন্ধ থাকায় বিকল্প খেলার দিকেই এখন আগ্রহ খেলোয়াড়দের। স্কুলপর্যায়েও তার প্রভাব রয়েছে ব্যাপক। বেশ কিছু ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলীয় ইভেন্টেও জাতীয় পর্যায়ে সুনাম রয়েছে কিশোরগঞ্জের খেলোয়াড়দের। কিছুদিন আগেই জাতীয় স্কুলপর্যায়ে নারীদের হকি এবং বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কিশোরগঞ্জ সদরের আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। হকিতে জাতীয় পর্যায়ে এটা তাদের টানা দ্বিতীয় সাফল্য। তাদের এই সাফল্য ধরে রাখার প্রত্যয় নিয়ে বরাবরের মতো এগিয়ে এসেছে জেলা ক্রীড়া অফিস কিশোরগঞ্জ। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির মধ্য দিয়েই কিশোরগঞ্জে শুরু হয়েছিল হকির আনাগোনা। আরজত আতরজান উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১৫ জন ছাত্র এবং ১৫ জন ছাত্রী নিয়ে এ বছর মাসব্যাপী কর্মসূচির শুরুটা ছিল ৪ ফেব্রুয়ারি। যাদের উন্নত প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয় এই স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবদুুল্লাহ এবং হকি কোচ রিপেল হাসানকে। গেল পরশু হয় প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের মাঝে সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ। প্রশিক্ষণ থেকে উদীয়মান পুরুষ খেলোয়াড় আবুল হাসান এবং নারী খেলোয়াড় হিসেবে মনোনিত হয়েছেন ফারজিয়া আক্তার রাত্রি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ