Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো তিন সংস্করণেই শীর্ষে সাকিব

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত উইকেট পাননি গল টেস্টে। নামেননি ব্যাট হাতে। কিন্তু র‌্যাঙ্কিংয়ের চাকা তো থেমে নেই। অন্য টেস্টের ফলাফল রাখল প্রভাব। আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে সাকিব আল হাসান। তবে রেটিং পয়েন্ট আগের মতোই আছে তার। একসময় অনেকটা এগিয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনই পেছনে পড়ে গেছেন।
গেলপরশু শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ছয় উইকেট নিয়েছেন অশ্বিন। কিন্তু এই সিরিজে ব্যাট হাতে রান নেই। সিরিজের চার ইনিংসে করেছেন ২০ রান। তাই হারাতে হলো জায়গা। সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিন ছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৯৩ রেটিং পয়েন্টে। সেটিই এখন নেমে হয়েছে ৪৩৪।
দীর্ঘদিন শীর্ষে থাকা সাকিবকে ২০১৫ সালের ডিসেম্বরে টপকে যান অশ্বিন। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে পারফরমান্স আরো এগিয়ে দিতে পারে সাকিবকে, পারে পিছিয়ে দিতেও। তিন, চার ও পাঁচে আগের মতোই রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস। টেস্ট, ওয়ানডে, টি-২০ এই তিন সংস্করণেই আপাতত আবারো এক নম্বরে সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ