Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কোর কার্ড : শ্রীলংকা-বাংলাদেশ, ১ম টেস্ট ২য় দিন

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্কোর কার্ড
শ্রীলংকা-বাংলাদেশ, ১ম টেস্ট ২য় দিন
গল আন্তর্জাতিক স্টেডিয়াম, শ্রীলংকা
টস : শ্রীলংকা
১ম দিন শেষে শ্রীলংকা ১ম ইনিংস ৮৮ ওভারে ৩২১/৪ (করুণারতেœ ৩০, কুশল ১৬৬*, গুণারতেœ ৮৫, ডিকওয়েলা ১৪*; মুস্তাফিজ ১/৫০, তাসকিন ১/৪৮, শুভাশিষ ১/৫৭, মিরাজ ১/৬৬, সাকিব ০/৭১)
    রান    বল    ৪    ৬
কুশল ক তামীম ব মিরাজ    ১৯৪    ২৮৫    ১৯    ৪
ডিকওয়েলা ক রিয়াদ ব মিরাজ    ৭৫    ১৩৪    ৭    ০
পেরেরা এলবি ব মিরাজ    ৫১    ৭৭    ৭    ১
হেরাথ ক সৌম্য ব মুস্তাফিজ    ১৪    ১৯    ৩    ০
লাকমাল রানআউট (মুস্তাফিজ)    ৮    ২৯    ১    ০
সান্দাকান ক মিরাজ ব সাকিব    ৫    ১৫    ০    ০
কুমারা অপরাজিত    ০    ১    ০    ০
অতিরিক্ত (বা ৪, লেবা ১০, ও ৪, নো ৫)    ২৩
মোট (অলআউট, ১২৯.১ ওভার)    ৪৯৪
উইকেট পতন : ১-১৫ (থারাঙ্গা), ২-৬০ (করুণারতেœ), ৩-৯২ (চান্ডিমাল), ৪-২৮৮ (গুণারতেœ), ৫-৩৯৮ (কুশল), ৬-৪৩২ (ডিকওয়েলা), ৭-৪৫৭ (হেরাথ), ৮-৪৮০ (লাকমাল), ৯-৪৯৪ (পেরেরা), ১০-৪৯৪ (সাদাকান)।
বোলিং : মুস্তাফিজ ২৫-৫-৬৮-২, তাসকিন ২১-৩-৭৭-১, শুভাশিষ ২৪-৪-১০৩-১, মিরাজ ২২-১-১১৩-৪, সাকিব ৩২.১-৫-১০০-১, সৌম্য ৩-০-৯-০, মাহমুদউল্লাহ ২-০-১০-০।
বাংলাদেশ ১ম ইনিংস    রান    বল    ৪    ৬
তামীম রানআউট (ডিকওয়েলা)    ৫৭    ১১২    ৬    ০
সৌম্য ব্যাটিং    ৬৬    ১৩৩    ৭    ১
মুমিনুল এলবি ব পেরেরা    ৭    ১৭    ১    ০
মুশফিক ব্যাটিং    ১    ১৪    ০    ০
অতিরিক্ত (লেবা ১, ও ১)    ২
মোট (২ উইকেট, ৪৬ ওভার)    ১৩৩
উইকেট পতন : ১-১১৮ (তামীম), ২-১২৭ (মুমিনুল)।
বোলিং : লাকমাল ৫-০-১৫-০, কুমারা ৭-০-৩৮-০, পেরেরা ১৩-৩-৩২-১, হেরাথ ১১-১-৩০-০, সান্দাকান ১০-৫-১৭-০।
(দ্বিতীয় দিন শেষে)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ