Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ইসলামের নামে জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা ইসলামকে ভালোবাসে, তারা জঙ্গিবাদ ছড়াচ্ছে না। জঙ্গিবাদ ছড়াচ্ছে ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশের মানুষ অত্যন্ত উদার মনের মানুষ। এখানে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। আমি প্রথমে লক্ষ্য করেছিলাম ছোট ছোট ছেলেদের। বলতোÑ এরা মাদরাসার ছাত্র। এরা এসমস্ত বোমা ফাটাচ্ছে। আমি কওমি মাদরাসার শিক্ষকদের সঙ্গে দিনের পর দিন কাজ করেছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মাদরাসার ছাত্রদের কর্ম এগুলো নয়। তাহলে এগুলো কারা করে? এগুলো করে যারা ষড়যন্ত্র করতে চায়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ইসলামের নামে এই জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে। কিন্তু কাউকেই ধর্ম নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সবাইকে নিয়ে এর যথাযথ জবাব দেয়া হবে।’ গতকাল দুপুরে রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় স¤প্রীতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আয়োজনে এ সভায় আরএমপির কমিশনার শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ‘আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটিতে গতিরোধ করতে এই জঙ্গিবাদ ছড়ানোর প্রচেষ্টা। আমাদের প্রধানমন্ত্রী আজকে শুধু দেশের নেত্রী নন, সারা বিশ্বের প্রসংশিত নেতা তিনি। সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। সারাবিশ্বে যখন জঙ্গির উত্থান, তখন কীভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করছি! কীভাবে আমরা একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করছি!’
সভায় বক্তব্য দেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি বেগম আক্তার জাহান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, শোলাকিয়া ঈদগাহ’র ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রæবসুনন্দ মহারাজ, রাজশাহীর চার্চের ফাদার জেভার্স রোজারিও ও কুমিল্লার শালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র মাহাথেরো, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়াও এ সময় রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান। সভায় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ