Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি বিনিয়োগ বেড়েছে পুঁজিবাজারে

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বিদেশি বিনিয়োগ বেড়েছে পুঁজিবাজারে। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীর শেয়ার লেনদেন কমলেও বিনিয়োগ ভালো ছিল। ফেব্রুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে। এ মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চেয়ে শেয়ার কিনেছেন বেশি। যদিও ফেব্রুয়ারি মাসে শেয়ার কেনার চেয়েও বিক্রি কম ছিল। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে বিদেশি শেয়ার লেনদেন কমেছে ৪০৩ কোটি ৩৪ লাখ টাকা। তবে ফেব্রুয়ারিতে নিট বিনিয়োগ বেড়েছে ৫২ কোটি ৩২ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। গত জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীর শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ৩৬ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১১২ টাকার। যার মধ্যে শেয়ার কিনেছেন ৬১১ কোটি ২৫ লাখ ২৭ হাজার ১৭২ টাকার আর শেয়ার বিক্রি করেছেন ৪২৫ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৯৪০ টাকার। আর মাস শেষে বিদেশিদের নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৩৩ টাকা। ফেব্রুয়ারিতে বিদেশিদের শেয়ার লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৫১ টাকা। যার মধ্যে ৪৩৫ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৩৯৬ টাকার শেয়ার কিনেছেন আর ১৯৭ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৮২ টাকার শেয়ার বিক্রি করেছেন। আর ফেব্রুয়ারিতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৮৭ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে

১১ অক্টোবর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ