Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওয়াইর নিষেধাজ্ঞার পরিকল্পনা

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: বার বার নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী প্রবেশের সিদ্ধান্ত। এবারো ট্রাম্পের জারি করা যুক্তরাষ্ট্রে মুসলিম ভ্রমণের উপর নতুন করে ৬ দেশের নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করার পরিকল্পনা করেছে হাওয়াই অঙ্গরাজ্যের একটি আদালত। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর গত ২৭ জানুয়ারি ইরাক, ইরান, সুদান, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন এই ৭ দেশের মুসলিমদের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছিল ওয়াশিংটনের ফেডারেল জজ। ওই নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক সমালোচিতও হন ট্রাম্প। এর মাস খানেক পরে মঙ্গলবার ইরাককে বাদ দিয়ে বাকি ৬ মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। সন্ত্রাস দমনে ইরাকের অবদান থাকায় দেশটির নাম বাদ দেয় ট্রাম্প প্রশাসন। বাকি ৬ দেশের মানুষদের ভিসা না দিতে কড়াকরি জারি করে ট্রাম্প প্রশানস। এবার ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় সাময়িকভাবে স্থগিত ঘোষণার পরিকল্পনা করছে হাওয়াই অঙ্গরাজ্যের একটি আদালত। স্থানীয় সময় গত মঙ্গলবার ট্রাম্পের নির্বাহী আদেশকে মুসলিমদের প্রতি অনৈতিক আচরণ বলে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিতে যাচ্ছে হাওয়াই এর একটি আদালত। আদালত প্রতিনিধিরা জানান, ৬ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের উপর ট্র্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশকে সাময়িকভাবে স্থগিত করেছে আদালত। ট্রাম্পের এই নির্বাহী আদেশ নিয়ে ব্যাপক সমালোচনাও করা হয়েছে। ট্রাম্পের নতুন আদেশকে মুসলিম বিরোধী নিষেধাজ্ঞার বলে এর তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন মানবাধিকার বিভিন্ন সংস্থা। মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা জানান, ট্রাম্প নামে মাত্র তার নিষেধাজ্ঞা পরিবর্তন করেছেন। আসলে তিনি তার আগের নিষেধাজ্ঞাকেই বহাল রেখেছেন। আমেরিকার সিভিল লিবার্টিস ইউনিয়ন’স ইমিগ্রেন্ট রাইটস প্রোজেক্টের পরিচালক ওমর জাদওয়াতও ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প তার আগের নির্বাহী আদেশকে নতুন বলে বহাল রেখেছেন। এটি মুসলিমদের প্রতি খুবই অনৈতিক আচরণ। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের নিন্দা জানিয়ে ওয়াশিংটন আদালতও তার সমালোচনা করেছে। স্থানীয় সময় গত সোমবার ট্রাম্পের জারি নিষেধাজ্ঞার পর মার্কিন এয়ারপোর্টে প্রায় ৬০ হাজার মুসলিম অভিবাসীদের ভিসা বাতিল করে দিয়েছে ওয়াশিয়টন এয়ারপোর্ট। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমে জানান, মার্কিন রাষ্ট্রের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রাম্প তার এই নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। গালফ নিউজ, সিএনএন ও দ্য হিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ