মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ বিশ্বে শরণার্থীদের দুর্দশায় ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এ উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রান্ডি বলেছেন, শরণার্থীরা অপরাধী ছিলো না। তবে এই সাধারণ লোকদের যুদ্ধ, সহিংসতা ও নিপীড়ন নিজেদের দেশ ত্যাগে বাধ্য করেছে। ট্রাম্পের এই নির্বাহী আদেশ অস্থায়ী হলেও সহিংসতা থেকে পালিয়ে আসা লোকজনকে এর যন্ত্রণা ভোগ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে ইরান, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, দক্ষিণ সুদান ও সোমালিয়ার নাগরিকদের বিরুদ্ধে ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এবারের তালিকায় নেই ইরাক। এছাড়া সিরিয়াসহ সব দেশের শরণার্থীর জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।