Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওবাদী সম্পৃক্ততা : অধ্যাপক জি এন সাইবাবার যাবজ্জীবন কারাদন্ড

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাওবাদীদের সঙ্গে সম্পৃক্ততা এবং ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এন সাইবাবা ও আরও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মহারাষ্ট্রের গডচিরোলির দায়রা আদালত। এছাড়া, আরও একজনকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। শাস্তি পাওয়া অপর এই পাঁচজন হলেন সাংবাদিক ও সমাজকর্মী প্রশান্ত রাহি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির শিক্ষার্থী হেম মিশ্রা এবং আদিবাসীগোষ্ঠীর সদস্য পান্ডু পোরা নারত, মহেশ কারেমান তিরকি ও বিজয় তিরকি। স্থানীয় গণমাধ্যম জানায়, এদের মধ্যে বিজয় তিরকির ১০ বছর কারাদÐ হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট এর ১৩, ১৮, ২০, ৩৮ এবং ৩৯ ধারা অনুযায়ী অভিযুক্তদের সাজা দেন বিচারক এসএস সিন্ধে। শারীরিকভাবে অক্ষম এবং হুইলচেয়ারে চলাফেরা করা অধ্যাপক সাইবাবাকে ২০১৪ সালের মে মাসে দিল্লির নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তার সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে এবং তিনি ‘খুব সম্ভবত রাষ্ট্রবিরোধী কর্মকাÐ সমর্থন করেন’। শৈশবে পোলিও রোগে আক্রান্ত হয়ে চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেন সাইবাবা। অন্যান্য শারীরিক জটিলতাতেও ভুগছেন তিনি। ২০১৬ সালের এপ্রিলে সাইবাবার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দেশটির সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে। রায়ে ভীষণ হতাশ সাইবাবার পরিবার আশা করেছিল তিনি বেকসুর খালাস পাবেন। তার স্ত্রী সাংবাদিকদের বলেন, “এটি খুবই হতাশজনক।” “তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রায় কোনও প্রমাণই ছিল না যার ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা যায়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ