মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের মসুলের প্রধান সরকারি কার্যালয় ফের দখলে নেওয়ার দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের এই শহরটিই জঙ্গি সংগঠন আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে স্বীকৃত। গত জানুয়ারিতে শহরটির পূর্বাঞ্চল আইসের দখলমুক্ত করে ইরাকি বাহিনী। গত মঙ্গলবার (৭ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ইরাকের মসুল শহরকে আইএসের দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে সরকারি বাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার মসুলের প্রধান সরকারি কার্যালয় নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছে তারা। এদিন সরকারি ওই ভবনে হঠাৎ তীব্র হামলা চালানো হয়। এতে ভবনটির বেশির ভাগ অংশ ধসে পড়লেও ভবনটির দখল নেওয়াকে কৌশলগত দিক থেকে এবং প্রতীকী অর্থে ইরাকি বাহিনীর বিজয় বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে মসুলে এসে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে দেখাও করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। মসুলের ওই এলাকার স্থানীয় বেসামরিক নাগরিকরা বলছেন, ১৯ ফেব্রæয়ারি থেকে এই এলাকায় অভিযান শুরুর পর থেকে এদিনই সবচেয়ে বেশি গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে। মসুলের প্রধান সরকারি কার্যালয় দখলে নিতে সমর্থ হলেও এখানে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের তীব্র লড়াই হয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।