মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের বিরুদ্ধে বিশ্ববাণিজ্য সংস্থায় (ডবিøউটিও) অভিযোগ দায়েরের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের জের ধরে বেইজিং বাণিজ্যিক প্রতিবন্ধকতা আরোপ করছে বলে দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার চীনের বিরুদ্ধে করণীয় নির্ধারণে ১৩টি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরীয় ভূখÐে টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শুরু করছে। এজন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি গতকাল থেকে কোরিয়ায় পৌঁছাতে শুরু করেছে। চীন এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বেইজিং এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের তীব্র বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে এর পরিণাম ভোগ করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, নিজের নিরাপত্তা সমুন্নত রাখতে চীন অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর জের ধরে যা কিছু হবে, সবকিছুর দায়ভার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে বইতে হবে। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন লিবার্টি কোরিয়া পার্টি বলেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জের ধরে চীন বিভিন্ন বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপ করছে। এ ব্যাপারে ডবিøউটিওতে অভিযোগ দায়েরের কথা সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। চীনে ব্যবসারত দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো এরই মধ্যে সাইবার হামলা, সনদ বাতিল, জরিমানাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম কোরীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বলে অভিযোগ উঠেছে। লিবার্টি কোরিয়া পার্টির পলিসি কমিটির চেয়ারম্যান লি হিউন-জায়ে গতকাল দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, চীনের পদক্ষেপগুলো দক্ষিণ কোরিয়া-চীন বাণিজ্য চুক্তির পরিপন্থী কিনা আমরা তা সক্রিয়ভাবে ভেবে দেখব। একই সময় আমরা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানগুলোর ওপর এসব পদক্ষেপের প্রভাব কমাতে চাইব। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং দক্ষিণ কোরিয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আইন মেনে ব্যবসা করতে আসা বিদেশী কোম্পানিগুলোকে চীন সবসময় স্বাগত জানাবে ও সুরক্ষা দেবে। ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, কোরীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনের সম্ভাব্য বৈষম্যের সবশেষ উদাহরণ জেজু এয়ার। প্রতিষ্ঠানটি দুদেশের মধ্যে চার্টার ফ্লাইট চালুর আবেদন জানিয়ে বেইজিংয়ে প্রত্যাখ্যাত হয়েছে। এর আগে জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসে এ রকম দুটি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। রয়টার্স, বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।