Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু সংরক্ষণে ডক্টরেট পাচ্ছেন আরএসএস প্রধান মোহন

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গো বিজ্ঞান চর্চা ও দেশীয় প্রজাতির গরু সংরক্ষণের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডক্টর অব সায়েন্স (ডিএসসি) সম্মান পাচ্ছেন ভারতের হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত। মহারাষ্ট্র প্রাণি ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (এমএএফএসইউ) পক্ষ থেকে তাকে এ বিশেষ সম্মান দেয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার নাগপুর ক্যাম্পাসে মহারাষ্ট্র প্রাণি ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ আয়োজনেই আরএসএস প্রধানকে সম্মাননা জানানো হবে। নাগপুরে আরএসএসের সদর দফতর অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ এস বান্নালিকা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে মোহন ভগবতকে ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাস হয়েছে। দেশীয় প্রজাতির গরু সংরক্ষণের জন্য তার অবদানের স্বীকৃতি হিসেবেই এ সম্মান দেয়া হচ্ছে। নাগপুরের কাছেই বিশ্ববিদ্যালয়ের একটি খামার আছে। সেখানে দেশীয় প্রজাতির গরু সংরক্ষণের পাশাপাশি গরুর মূত্র ও গোবরের উপযোগিতা নিয়ে নানা গবেষণা করা হয়। মোহন ভগবত এ খামার ও গবেষণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি নাগপুরের ভেটেরিনারি কলেজ থেকে স্নাতক করেছেন। তবে ১৯৭৫ সালের শেষ দিকে আরএসএসের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে স্নাতকোত্তর কোর্স শেষ করতে পারেননি। প্রসঙ্গত, ভারতে গরু রক্ষার নামে আরএসএসসহ কট্টর হিন্দু গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। সম্প্রতি এসব সংগঠনের ডাকে অনেকেই গো হত্যার বিরুদ্ধে পথে নেমেছেন। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ