Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

হাঙ্গেরিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আটক রাখার আইন পাস

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হাঙ্গেরির পার্লামেন্ট সব রাজনৈতিক আশ্রয়প্রার্থীদেরকে দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী কন্টেইনার শিবিরে আটকে রাখার আইন পাস করেছে। মানবাধিকার গ্রæপগুলির পক্ষ থেকে তীব্র সমালোচনা উপেক্ষা করে এই আইন পাস করে দেশটির পার্লামেন্ট। নতুন আইন অনুযায়ী হাঙ্গেরিতে প্রবেশকারী এবং ইতোমধ্যে যারা এসেছে সব আশ্রয়প্রার্থীকে আটক করে কন্টেইনার শিবিরে পাঠিয়ে দেয়া যাবে। চলতি বছরের শুরুর দিকে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে বলেছিলেন, ইউরোপে সন্ত্রাসী হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া প্রয়োজন। শরণার্থীদেরকে তিনি ইউরোপের স্বাতন্ত্র্য ও সংস্কৃতির প্রতি হুমকি বলে মনে করেন। এর আগে হাঙ্গেরিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আটক করার আইন ছিল। মানবাধিকার গ্রæপগুলোর চাপের মুখে সে আইন ২০১৩ সালে বাতিল করা হয়। বর্তমান আইনে সেই পুরোনো আইনই বলবৎ করা হলো। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর তাৎক্ষণিকভাবে হাঙ্গেরির নতুন আইনের সমালোচনা করেছে। এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, আন্তর্জাতিক ও ইইউর আইন অনুযায়ী হাঙ্গেরির যে দায়বদ্ধতা রয়েছে নতুন আইন সেই দায়বদ্ধতার পরিপন্থী। সূত্র : আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ