Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে’র অভিবাসন নীতির ব্যাপারে হাউজ অব লর্ডসের সতর্কবার্তা

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট-পরবর্তী সময়ে বিশেষ কিছু শিল্পের জন্য অভিবাসননীতি প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। প্রকাশিত এক গবেষণায় সরকারের এ পরিকল্পনাকে বিশ্বের সবচেয়ে মন্দ অভিবাসননীতি হিসেবে আখ্যায়িত করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের স্বরাষ্ট্র-বিষয়ক উপকমিটি। ব্রেক্সিট ভোটকে ব্রিটেনে ইউরোপীয় অভিবাসী প্রবেশ হ্রাসের উদ্দেশ্যে নেয়া পদক্ষেপ হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। তবে অভিবাসী নিয়ন্ত্রণে আনলে ব্রিটেনের প্রধান শিল্প খাতগুলোতে শ্রমিক সংকট দেখা দেবে। শ্রমিক সংকট এড়াতে শিল্প খাত অনুযায়ী অভিবাসী নিয়ন্ত্রণ নীতি প্রণয়নের কথা ভাবছেন মে। ব্রেক্সিটের পর ইউরোপের কোন দেশের নাগরিক ব্রিটিশ ওয়ার্ক ভিসা পাওয়ার যোগ্য তা নির্ধারণে সেক্টর-বাই-সেক্টর পদ্ধতি অবলম্বনের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। এদিকে একাধিক শিল্প খাতের জন্য ভিন্ন ভিন্ন নীতি প্রণয়নের পদ্ধতি ফলপ্রসূ হবে না বলে মনে করছেন উচ্চকক্ষের উপকমিটির সদস্যরা। কমিটি জানায়, এ পদ্ধতি আদতে অভিবাসন হ্রাস করতে ব্যর্থ হবে; সেই সঙ্গে নিয়োগকারী, সম্ভাব্য প্রার্থী ও নিয়োগকার্যে নিযুক্ত সংস্থাগুলোর জন্য অভিবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়া ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়বে। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ