মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম গত মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র (কেসিএনএ) খবরে বলা হয়, “জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসী বাহিনীর ঘাঁটিতে আঘাত হানার অনুশীলনের অংশ হিসেবে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর একটি ইউনিট সোমবার সকালে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।” এর একদিন পরই দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক টার্মিনাল হাই অ্যালটিটুড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সিস্টেম মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ছোড়া চারটি ক্ষেপণাস্ত্রের তিনটিই জাপানের জলসীমায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন মাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন। গত মঙ্গলবার সকালে তিনি টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।