Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যামসাং কেলেঙ্কারি দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট অভিযুক্ত

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্যামসাং প্রধান লি জি ইয়ংয়ের হাতে পুরো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ পোক্ত করতে স্যামসাং থেকে ঘুষ নিতে এক বন্ধুর সঙ্গে আঁতাত করেছিলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই, গত সোমবার দেশটির রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে এখন কার্যালয় থেকে অপসারণ করা হলে পার্ককে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর পথ খুলে গেল, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। ৭০ দিন ধরে তদন্তের ফলাফলে কয়েকটি অপরাধে পার্ককে সরাসরি অভিযুক্ত করা হয়েছে, এর মধ্যে স্যামসাংকে নিয়ে ঘুষ ষড়যন্ত্রও একটি। ২০১৬ সালের ডিসেম্বরে বিভিন্ন অভিযোগের কারণে ক্ষমতা থেকে অব্যাহতি পান দক্ষিণ কোরিয়ার এই প্রথম নারী প্রেসিডেন্ট। দেশটির কনস্টিটিউশনাল কোর্টে অভিযোগ প্রমাণিত হলে ৬৫ বছর বয়সী পার্কই হবেন পদ থেকে বহিষ্কৃত হওয়া দেশটির একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। চলতি সপ্তাহের মধ্যেই এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদ্রোহিতা ছাড়া অন্য কোনো অভিযোগে প্রেসিডেন্ট পদে থাকা কাউকে সাজা দেওয়ার বিধান নেই। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ