Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাড মোতায়েনে চীন ও রাশিয়ার প্রতিবাদ

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোরিয় উপদ্বীপে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাড মোতায়েন করার বিরুদ্ধে আবারো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন এবং রাশিয়া। এর মধ্যে চীন বলেছে, মার্কিন তৎপরতার মুখে সে তার নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গত মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “দক্ষিণ কোরিয়ার মাটিতে ওয়াশিংটন ও সিউলের পক্ষ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের বিষয়ে আমরা কঠোর বিরোধিতা করছি।” তিনি বলেন, “আমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তবে, থাড মোতায়েন করার পর যে পরিণতি হবে তার সমস্ত দায় নিতে হবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে।” অবশ্য চীন কী ধরনের পদক্ষেপ নেবে তিনি তা বিস্তারিত বলেননি। আমেরিকা ও কোরিয়াকে থাড মোতায়েনের পরিকল্পনা বাদ দেয়ার জন্য নতুন করে আহŸান জানান গেং শুয়াং। এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, থাড মোতায়েন পরিকল্পনার কারণে এরইমধ্যে কোরিয় উপদ্বীপে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ