Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০৪০-এ যুক্তরাষ্ট্রকে হটিয়ে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডবিøউসি) সা¤প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রয় সক্ষমতায় (পিপিপি) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। আর ২০৪০ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে হটিয়ে এই জায়গা দখল করবে দক্ষিণ এশিয়ার এই উদীয়মান অর্থনীতি। যদিও বাজারে প্রচলিত নগদ টাকার ৮৬ শতাংশ প্রতিনিধিত্বকারী একশ’ ও পাঁচশ রুপির নোট বাতিলের পর ২০১৬-১৭ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। যেখানে আগের অর্থবছরেই ছিল ৭.৯ শতাংশ। তারপরও বিশ্লেষকরা মনে করছেন, ২০১৭-১৮ অর্থবছরে ভোক্তা চাহিদা বেড়ে যাওয়ায় ভারতের অর্থনীতি আবারো উন্নয়নের পথে হাঁটবে। পিডবিøউসি এর দ্য ওয়ার্ল্ড ইন ২০৫০ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করেছে, পিপিপি-এর ভিত্তিতে ২০৪০ সালে ভারতের জিডিপির আকার হবে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার। যেখানে ২০১৬ সালে আকার ছিল ৮.৭ ট্রিলিয়ন ডলার। অপরদিকে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জিডিপির আকার ১৮.৬ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে হবে ২৮.৩ ট্রিলিয়ন ডলার। তবে চীন তার অবস্থান থেকে নড়বে না। উল্লেখিত সময়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির জিডিপি ২১.৩ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে হবে ৪৭.৪ ট্রিলিয়ন ডলার। পিপিপির ভিত্তিতে চীনের জিডিপি ৫৮.৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁবে। ৪৪.১ ট্রিলিয়ন ডলার এবং ৩৪.২ ট্রিলিয়ন ডলার নিয়ে এর পরের অবস্থানেই থাকবে যথাক্রমে ভারত ও যুক্তরাষ্ট্র। শুধু জিডিপির দিকে থেকে হিসাব করলে ২০৫০ সালে ২৮ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। ৩৪.১ ট্রিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ৪৯.৯ ট্রিলিয়ন ডলার নিয়ে চীন থাকবে এক নম্বরে। ২০১৬ সালে ভারতের জিডিপির আকার ছিল মাত্র ২.৩ ট্রিলিয়ন ডলার। যেখানে চীনের ছিল ১১.৪ ট্রিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের ছিল ১৮.৬ ট্রিলিয়ন ডলার। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ