বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবপুর (হবিগঞ্জ) উপজলা সংবাদদাতা : আগামী ১০ র্মাচ থেকে বি-বাড়ীয়া জেলাধীন নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল শাহ সূফী আলহাজ সৈয়দ আবদুস সাত্তার নকশেবন্দী ও মোজ্জাদ্দেী ফান্দাউকী (রহ.) ও পীরে কামেলে মোকাম্মেল মোজাদ্দেদে জামান শাহ সূফী আলহাজ সৈয়দ নাছিরুল হক মাছুম আল ক্বাদরী, চিশতী, নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) দ্বায়ের ২ দিন ব্যাপী ১০ ও ১১ মার্চ ফান্দাউক দরবার শরিফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মাজার জিয়ারত, ফাতেহা শরীফ পাঠ, খতমে কোরআন, খতমে বোখারি, খতমে খাজেগান পাঠান্তে মাহফিলের কাজ শুরু হবে। মাহফিল উপলক্ষে মুসল্লিদের থাকা খাওয়া, তাবারুক সিরনী, বিশুদ্ধ পানির সার্বিক ব্যবস্থাসহ বিশাল প্যান্ডেল, স্টেইজ, সি.সি.টিভি ক্যামেরা দ্বারা মাজার ও মাহফিল এলাকা বেষ্টিত ও অনলাইনের মাধ্যমে ফেসবুক আইডি (ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরিফ) ও ইউটিউভ চ্যানেল (fandauk darbar sharif live 2017) এই অনলাইন চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার, অজু, গোসল, টয়লেট, গাড়ি পার্কিং তাছাড়াও ওয়াজ শোনার জন্য শতাধিক মাইক, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার পাশাপাশি হাই ভোল্টেজ অটো জেনারেটরসহ আনুষাঙ্গিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। বি-বাড়ীয়া, বিশ্বরোড, সরাইল, কিশোরগঞ্জ, নাছিরনগর, কালীগচ্চ ও হবিগঞ্জের মাধবপুর, নয়াপাড়া, রতনপুর, শায়েস্তাগঞ্জ, লাখাইসহ গুরুত্বপূর্ণ স্থানসমুহে যানজট মুক্ত রাখতে শত শত সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান, বি-বাড়িয়া ও হবিগঞ্জ জেলাসহ স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করাসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববার বাদ ফজর ফাতেহা শরীফ, মোরাকাবা-মোশাহেদা, জিকির-আজগারসহ দেশ ও জাতীর কল্যাণ, ঐক্য ও মুসলিম উম্মহর শান্তি-রহমত কামনা করে পীর ছাহেব কিবলা আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।