Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারমান পদে আব্দুর কাদের রোকন নির্বাচিত

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : সোমবার অনুষ্ঠিত পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারমান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর কাদের রোকন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু পেয়েছেন ৫,৮৬৩ ভোট। সুজানগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২ হাজার ৫১৭ জন।
রিটার্নিং অফিসার ও পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। কম ভোটার উপস্থিত হলেও সুজানগর উপজেলা পরিষদের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের মৃত্যু হওয়ায় ওই আসন শূণ্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের মাহমুদা খাতুন ২৩,১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস কলস প্রতীক পেয়েছেন ১,৭৬৫ ভোট। মোট ভোটারের সংখ্যা ২,৩৯০০০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ