মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন আইনমন্ত্রী জেফ সেশনস জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর তালিকায় ৩০০ শরণার্থীর নাম রয়েছে। গত সোমবার সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। নতুন নিষেধাজ্ঞা ঘোষণার জন্য হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জেফ সেশনস এসব কথা জানান। সেশনস বলেন, ‘৯/১১ (টুইন টাওয়ার) হামলার পর থেকে যেসব মানুষকে জঙ্গিবাদের জন্য আদালতে তোলা হয়েছে, তাদের বেশিরভাগই বিদেশ থেকে আসা। আমরা আরও জানি জঙ্গিবাদে উদ্বুদ্ধ বা হামলা চালাতে পারে এমন অনেকেই আমাদের শরণার্থী কার্যক্রমের মধ্য দিয়ে দেশে ঢোকার চেষ্টা করবে।’ তিনি এফবিআই-এর বরাত দিয়ে শরণার্থীদের জঙ্গিবাদে জড়িত থাকার কথা উল্লেখ করে নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’র পক্ষে যুক্তি দেন। ‘এফবিআই-এর তথ্য অনুযায়ী, ৩০০ জনেরও বেশি শরণার্থীর বিরুদ্ধে জঙ্গিবাদী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।’ সেশনস আরও বলেন, ‘কে দেশে প্রবেশ করছে, তারা কোনও অনিষ্ট করবে কিনা, অন্যান্য দেশের মতোই যুক্তরাষ্ট্রেরও তা নিয়ন্ত্রণের অধিকার রয়েছে।’ ববিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।