Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্মিদশার কবলে উ. কোরিয়ায় থাকা মালয়েশীয়রা

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ায় অবস্থানরত মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। গত মঙ্গলবার এক ঘোষণায় উত্তর কোরিয়া জানায়, মালয়েশিয়ায় অবস্থানরত ক‚টনীতিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশীয় দূতাবাসকে এই বিষয় অবহিত করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘উত্তর কোরিয়া আশা করছে খুব দ্রæতই এই সমস্যার সমাধান হবে। তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও মজবুত হবে।’ উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর সৎভাই কিম নামকে হত্যার জের ধরে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মালয়েশিয়া। শনিবার মালয়েশিয়ায় নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ