মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাপান সাগরে পর পর ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এ কর্মকাÐের ফলে উদ্বেগের কথা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে এ সিরিজ পরীক্ষা চালানো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে জাপান নিয়ন্ত্রিত পানি সীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় এরইমধ্যে টোকিও স্টকে পতন দেখা গেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানি ইয়েনের মানের উল্লম্ফন ঘটায় শেয়ারবাজারে পতন ঘটেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উেক্ষপের পর জাপানের শেয়ারবাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। টয়ো সিকিউরিটিজের কৌঁসুলি হিরোআকি হিওয়াদা জানান, বিনিয়োগকারীদের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরইমধ্যে ইয়েনের মান শক্তি অর্জন করেছে। ভ‚রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির আশঙ্কায় লেনদেন থেকে বিরত থাকছেন বিনিয়োগকারীরা। তবে এ পরিস্থিতি অতীতের মতোই দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন হিওয়াদা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে বলেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন। এটা খুবই ভয়াবহ একটি উদ্যোগ। জাপান এ পরীক্ষার বিষয়ে উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়াং কো-আন এ পরীক্ষাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সরাসরি হুমকি প্রদর্শন হিসেবে চিহ্নিত করেছেন। উদ্বেগ জানানোর পাশাপাশি তিনি চীনের তীব্র বিরোধিতা সত্তে¡ও মার্কিন সহায়তায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা (থাড) স্থাপন প্রক্রিয়া দ্রæত এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। উত্তর কোরিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন ক্রেমলিনও। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা ভীষণ মাত্রায় উদ্বিগ্ন। উত্তর কোরিয়ার এ পরীক্ষার ফলে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হয়ে উত্তেজনা ছড়াবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম পালনের আহŸান জানান। এদিকে উত্তর কোরিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রেক্ষিতে মুখ খুলেছে চীনও। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন শুয়াং নিয়মিত সংবাদ সম্মেলনে বর্তমান উত্তেজনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহনশীল আচরণ করার জন্য আহŸান জানিয়েছেন। স্থানীয় সময় গত সোমবার সকালে উত্তর কোরিয়া-চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে পর পর ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। দেশটির মতে, ক্ষেপণাস্ত্রগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যা যুক্তরাষ্ট্রের মূল ভ‚খÐে আঘাত হানতে সক্ষম। পরীক্ষাকৃত ক্ষেপণাস্ত্রের ৩টি প্রায় ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায় (ইইজেড) গিয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে জাপান। চলমান দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়াকে নিজেদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে উত্তর কোরিয়া। সম্প্রতি কিম জং-উন প্রশাসন চলমান সামরিক মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে। মহড়া বন্ধ না হলে কড়া জবাব দেয়ার হুমকি দেয়া হয়। এর পর পরই দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সিরিজ পরীক্ষা চালাল। খবরে বলা হয়, টোকিও স্টকে লেনদেনে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচকের দশমিক ৫২ শতাংশ পতন ঘটেছে। সূচকটি ১০০ দশমিক ৬৭ পয়েন্ট হারিয়ে ১৯ হাজার ৩৬৮ দশমিক ৫০তে দাঁড়িয়েছে। অন্যদিকে টপিক্স ইনডেক্স অব অল ফার্স্ট সেকশন ইস্যু হ্রাস পেয়েছে দশমিক ৩৫ শতাংশ। সূচক ৫ দশমিক ৪০ পয়েন্ট হারিয়ে ১ হাজার ৫৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। রয়টার্স, বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।