Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষুব্ধতা সত্তে¡ও ব্রেক্সিট ইস্যুতে ইইউ-ব্রিটেন ঐক্যের সুর

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট ইস্যুতে ইইউ-ব্রিটেন ঐক্যের সুর পরিলক্ষিত হচ্ছে, যদিও একে অপরের প্রতি সংক্ষুব্ধ। ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুমকি দিলে যুক্তরাজ্য ভুল করবে বলে কয়েক দিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল সংস্থাটি। এর জবাবে চুপ থাকেনি ব্রিটিশ সরকারও। তারা যে ব্রেক্সিট চুক্তি চাইছে, তা ইইউ না মানলে ব্রিটেনও লড়াই চালিয়ে যাবে- এমনই ঘোষণা ছিল দেশটির। লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সরকারিভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়ার আগে ব্রিটেন এবং ইইউ’র মধ্যে সংঘাতের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এর আগে ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এক সাক্ষাৎকারে বলেন, বেসরকারিভাবে ব্রিটেন ও ইইউ’র মধ্যে ব্রেক্সিট নিয়ে আলোচনার ক্ষেত্রে এ বছরের শুরুর দিকের তুলনায় এখন অনেক বেশি ইতিবাচক কথাবার্তা যাচ্ছে। তার ভাষায়, সরকারিভাবে আলোচনা শুরু হওয়ার আগে প্রকাশ্যে যাই বলা হোক না কেন, আসলে দুই পক্ষই এটাকে যৌথ সমস্যা হিসেবে দেখতে শুরু করেছে। এটা এমন এক সমস্যা, যা আমাদের যৌথভাবেই সমাধান করতে হবে। এমন প্রেক্ষাপটে ব্রেক্সিট কার্যকর করার জন্য তৈরি হওয়া ব্রিটিশ পার্লামেন্ট কমিটির সিদ্ধান্ত, ইইউ’র সদস্য দেশগুলোর যেসব নাগরিক ব্রিটেনে বাস করছেন, তাদের অধিকার নিশ্চিত করা দরকার। কমিটির মতে, ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই বছর লাগবে। ইইউ সদস্য দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে ব্রিটেন কী অবস্থান নেবে, সেটাও যদি ততদিন ঝুলিয়ে রাখা হয়, তাহলে দীর্ঘদিন ধরে একটা অনিশ্চয়তার মেঘের মধ্যে থাকতে হবে তাদের।এক্সপ্রেস ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ