Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরি মসজিদ ধ্বংস ঘটনার পুনঃতদন্ত করবে ভারতের বিচার বিভাগ

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিপাকে লালকৃষ্ণ আদভানী : অপরাধমূলক ষড়যন্ত্রে নাম থাকতে পারে মুরলি মনোহর যোশী ও উমা ভারতীর
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদ ধ্বংস ঘটনার যৌথ বিচার বিভাগীয় তদন্তের ইঙ্গিত দিল ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট এখনই কোনও সিদ্ধান্তে উপনীত না হলেও বাবরি কান্ড নিয়ে যে ফের আরও একবার উত্তাল হতে চলেছে ভারত, তেমনই একটা ইঙ্গিত মিলল। পুনরুজ্জীবিত হতে চলেছে বাবরি মসজিদ ধ্বংস মামলা। লাক্ষেèৗ এবং রায় বরেলি, বাবরি মসজিদ কান্ডে এই দুই মামলাকেই পুনরুজ্জীবিত হওয়ার দিকেই ইঙ্গিত দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ২২ মার্চ এ দুই মামলাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। বাবরি কান্ডের দগদগে ঘায়ে উত্তাপের আঁচ লাগতেই ব্যাকফুটে বিজেপির তিন শীর্ষ স্থানীয় নেতা যাদের মধ্যে একজন এখন কেন্দ্রীয় মন্ত্রী। অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় চার্জশিটে নাম থাকতে পারে বিজেপির ‘লৌহপুরুষ’ লালকৃষ্ণ আদভানী, বর্ষীয়ান বিজেপি নেতা মুরলি মনোহর যোশী এবং কেন্দ্রীয় পানি সম্পদমন্ত্রী উমা ভারতীর।
‘টেকনিক্যাল গ্রাউন্ডে লালকৃষ্ণ আদভানীকে ছেড়ে দেওয়া হোক, এটা কখনই মেনে নেওয়া হবে না। যেটার অনুমতি দেওয়া যেতে পারে, ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হোক এবং সেখানে অবশ্যই অপরাধমূলক ষড়যন্ত্রের বিষয়টি রাখা হোক। আমরা ট্রায়াল কোর্টের কাছে বিষয়টি রাখব এবং যৌথ তদন্তের বিষয়টি উল্লেখ করব’, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে এমনটাই জানায় সুপ্রিম কোর্ট। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বাবরি মামলা হঠাৎ মাথাচাড়া দিতেই সুপ্ত বারুদে যেন মৃদু আগুনস্পর্শ হয়ে গেল। উত্তরপ্রদেশ ভোটে ইতিমধ্যেই ‘জীবন বাজি’ রেখেছেন দেশের প্রধানমন্ত্রী। এই সময়েই দিন চারেকের মধ্যে তিনবার রোড শো করে ‘প্রেস্টিজ ফাইটে’ সমাজবাদী এবং কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন উত্তরপ্রদেশের ‘দত্তক পুত্র’ নরেন্দ্র দামোদার দাস মোদী। গোটা ইউপিতে প্রচারে যাতে কোনও কমতি না থাকে সেদিকে বিশেষ নজরদারি রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহেরও। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন ভূমিপুত্র তথা জোটের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কংগ্রেস থেকে ময়দানে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এরই মধ্যে তিন শীর্ষ নেতৃত্বের নাম অপরাধমূলক ষড়যন্ত্রের মামালায় জড়াতে পারে, এই আশঙ্কাই বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ২২ মার্চ। তবে সর্বোচ্চ আদালতের এই ইঙ্গিতকেই যে সমাজবাদী পার্টি-বহুজন সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সুকৌশলে ব্যবহার করবে তা নিয়ে কোনও সন্দেহ কোনও রাজনৈতিক মহলেই নেই। সূত্র : জি নিউজ।



 

Show all comments
  • জাহাঙ্গির ৮ মার্চ, ২০১৭, ১:৩৭ এএম says : 0
    তদন্ত যেন সুষ্ঠ হয়।
    Total Reply(0) Reply
  • Mahedi Islam ৮ মার্চ, ২০১৭, ১:১৩ পিএম says : 0
    মুসলমানদের জন্য আমার আল্লাই যথেষ্ট। বিচার তো হবেই একদিন। কঠিন বিচার।
    Total Reply(0) Reply
  • MD Alam ৮ মার্চ, ২০১৭, ১:১৩ পিএম says : 0
    কি বিচার আর হবে? পারবে আসল অপরাধীদেরকে ফাঁসি দিতে???
    Total Reply(0) Reply
  • শফিকুল ইসলাম রনি ৮ মার্চ, ২০১৭, ১:১৪ পিএম says : 0
    বিচার কারো লাগবে না আল্লাহ তাআলাই বিচার করবেন
    Total Reply(1) Reply
  • Mohammad Mahfuzur Rahman ৮ মার্চ, ২০১৭, ৮:৩৮ পিএম says : 0
    Bad people do bad things. Allah will be give punishment. Wait
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ