Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাকাশ ঘুরে আসুন বেলুনে!

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: মহাকাশ ভ্রমণে যেতে চান? রকেট কিংবা বিমানে নয়। আরও আরামদায়ক ও কম খরচে। বেলুনে উড়ে উড়ে।অবাক হচ্ছেন? ‘ওয়ার্ল্ড ভিউ’ নামের একটি প্রতিষ্ঠান পর্যটকদের বেলুনের মাধ্যমে স্ট্র্যাটস্ফিয়ার পর্যন্ত নিয়ে যাবার পরিকল্পনা করছে। যদিও সমালোচকরা এই ভ্রমণকে ‘মহাকাশ ভ্রমণ’ বলতে নারাজ। তবুও এই ভ্রমণ সত্যিকার অর্থে মহাকাশ ভ্রমণের চেয়ে কম কিছু নয়। বেলুনে উড়ে উড়ে নিউ মেক্সিকোর ৩০ কিলোমিটার ওপর থেকে দেখা যাবে অসাধারণ সূর্যোদয়। যা সত্যিকার অর্থেই চমৎকার। প্রতিষ্ঠানটি বলছে, এ ভ্রমণ চমৎকার হবে। মাহাকাশে পর্যটনের সত্যিকার পথ এটি। ২ ঘন্টার এ আকাশযান ভ্রমণ হবে বিষ্ময়কর। যদিও এই ভ্রমণে বেলুন ওতোটা ওপরে উঠবে না, যতটা ওপরে ওঠে বিমান বা রকেট। তবে বাতাসের গতি পরিবর্তন করে ইচ্ছামতো উচ্চতা পরিবর্তন করা সম্ভব হবে। আর এই অভিজ্ঞতা হবে অসম্ভব প্রশান্তময়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ