মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বৈধ এন্ট্রি ভিসা থাকার পরও যুক্তরাষ্ট্রে পদার্পণ করেই আটক হয়েছে পাঁচ সদস্যের একটি আফগান পরিবার। গত সপ্তাহে তিন সন্তানসহ ওই আফগান দম্পতি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাদের আটক করা হয়। তাদের বিশেষ অভিবাসী ভিসা ছিল। পরিবারটিকে ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মানবাধিকার আইনজীবীরা একটি পিটিশন দায়ের করেছেন বলে জানিয়েছে বিবিসি। পরিবারটির কর্তা যুক্তরাষ্ট্রের হয়ে আফগানিস্তানে যে কাজ করতেন তাতে তার স্ত্রী এবং সাত বছর, ছয় বছর ও আট মাস বয়সের সন্তানদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ায় তাদের বিশেষ অভিবাসী ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্প থেকে করা পিটিশনে বলা হয়েছে, “পরিবারটিকে একেবারেই অযৌক্তিকভাবে কাস্টডিতে নিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় এটি একটি অধিকারের লঙ্ঘন।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নেই আফগানিস্তান। ট্রাম্প ৭টি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ ভিসা নিষিদ্ধ করার পর এর ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। এখন নতুন একটি নির্বাহী আদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে ২৮ ফেব্রæয়ারি পরিবারটি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পৌঁছানোর পরপরই দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা তাদের আটক করে এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এমনকি তাদের কোনও আইনি সহযোগিতাও দেওয়া হয়নি বলে পিটিশনে দাবি করা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।