Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশে লটারিতে সাড়ে ১২ কোটি রুপি পেলেন ভারতীয়

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ‘লটারিতে জিতেছেন সাড়ে ১২ কোটি রুপিরও বেশি’। ফোনের ওপার থেকে একথা শুনে চুপ করে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাজ কৃষ্ণন কোপ্পারেম্বিল। আদতে কেরালার বাসিন্দা কাজের সূত্রে থাকেন আরব আমীরাতে। গত ৯ বছর ধরে বিদেশে রয়েছেন শ্রীরাজ। এরমধ্যে বহুবার চেষ্টা করে গেছেন লটারিতে বাজিমাত করার। কিন্তু, ভাগ্য শিকে ছেড়েনি একবারও। এবার আবুধাবি বিগ টিকিট লটারি কেনার আগে সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীরাজ, ‘এটাই শেষ’। স্ত্রীকেও বলে দিয়েছিলেন। এবার না হলে আর নয়। কিন্তু, ৩৩ বছরের শিপ-কর্ডিনেটরের ভাগ্যে লেখা ছিল সাড়ে ১২ কোটি। আর হলও তাই। গত রোববার বিগ টিকিট-এর তরফে ফোন আসে শ্রীরাজের কাছে। জানানো হয়, ‘আপনি কোটিপতি।’ প্রথমে কী প্রতিক্রিয়া দেবেন, বুঝে পাচ্ছিলেন না শ্রীরাজ। লটারি জিতে কোটিপতি হলেও আকাশে উড়তে চান না কেরালার বাসিন্দা। খালিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীরাজ জানান, ‘আমি বোকা নই। এই টাকা নিয়ে তাই লাফালাফি করব না।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ