Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরমকেই ভয় বাংলাদেশের

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : দু’দলের ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞতার বিচারে এগিয়ে রঙ্গনা হেরাথ। মুরালীর সাহচর্য পেয়ে, তার ছায়ায় তিলে তিলে বেড়ে ওঠা বাঁ-হাতি স্পিনার হেরাথকে এক পাশে রেখে বাংলাদেশের বর্তমান টেস্ট দলের সবার উইকেট যোগ করলেও নিক্তিতে এগিয়ে থাকবেন হেরাথ। ৭৮ টেস্টে তার ৩৫৭টি উইকেটের বিপরীতে বাংলাদেশের বর্তমান দলের যে ১১ জন টেস্টে দেখেছেন উইকেটের মুখ, তাদের  উইকেটের সমষ্টি ৩৩২টি! ১৮ বছরের টেস্ট ক্যারিয়ারে পড়ন্ত সময়ে এসে ভয়ংকর রূপ ছড়াচ্ছেন হেরাথ। সাড়ে তিন শ’ ক্লাবে মুরালী, হ্যাডলি, লিলি, ম্যাকগ্রা, ম্যালকম মার্শালের পর দ্রুততম হেরাথ গত বছর ৯ টেস্টে ৫২ উইকেটে ছড়িয়েছেন বিস্ময়। গল এ ১৫ টেস্টে ৮৪ উইকেটে মুরালীর পর দ্বিতীয় সফল বোলার হেরাথ। যে ১৫টি টেস্টের ৮টিতে ইনিংস প্রতি ৫ উইকেট, তিন ম্যাচে ১০ উইকেটে স্বাগতিকদের উৎসবের উপলক্ষ হয়েছেন হেরাথ। এমন এক বোলার মজুদ আছে যে দলে, তাকে ঘিরেই শ্রীলংকার রনকৌশল আবর্তিত হওয়ার কথা শ্রীলংকার। বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে ২৫ উইকেটে হেরাথের অতীতটা সমীহ করার মতো। তবে গলের হিরো হেরাথকে নিয়ে ভয় পাওয়ার কথা নয় বাংলাদেশের। কারণ, বাংলাদেশের বিপক্ষে যে হেরাথের উইকেট পিছু গড় ২৫.৬০, গল এ সেখানে বাংলাদেশের বোলাররা পাড়া মহল্লা মানে নামিয়ে এসেছে হেরাথকেÑ ২০১৩ সালে গল টেস্টে ২ উইকেটের বিপরীতে গড় তার ৮৮.০০!
গল এ স্পিন ধরলে ভয়ংকর হয়ে উঠতে পারেন হেরাথ। তার কথা ভেবেই হয়ত ফ্লাট উইকেটের আইডিয়া থেকে বেরিয়ে বাংলাদেশকে বিপদে ফেলতে চাইছে শ্রীলংকা। তা মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকওÑ‘গতবারের  মতো একদমই ফ্লাট উইকেট নয় এটা। স্পিনাররা গলে সব সময় সহায়তা পেয়ে থাকে। এটাই জানি।’
তবে উইকেট কিংবা হেরাথ নয়, ভারত মহাসাগরের তীরে ষোড়শ শতাব্দীতে গড়ে ওঠা গল শহরটির তাপমাত্রা নিয়েই যতো ভয় মুশফিকুরেরÑ ‘এবার গরম অনেক বেশি। ফলে উইকেট একটু তাড়াতাড়ি ভেঙে যেতে পারে।  স্পিনাররা  ভালো সুযোগ পেতে পারে তাই। ব্যাটসম্যানদের জন্য অবশ্যই ভালো একটি উইকেট। উইকেটের থেকেও কঠিন হবে এখানকার গরম। এখানে গরমটা অনেকটা বেশি। এখানে গরমের মধ্যেও কীভাবে ভালো চিন্তা করে মাঠে নামা যায়, পাঁচটি দিন কীভাবে খেলা যায় তা মাথায় আছে আমাদের। ’
এই তাপমাত্রায় বোলিং, ব্যাটিংয়ের পাশাপাশি ভোগাবে ফিল্ডিং, সেটাও অনুমান করছেন মুশফিকÑ ‘এখানে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। আমরা গরমে যেন অ্যাডজাস্ট হই। গরমে আমাদের ক্রিকেট খেলতে হবে এবং সেখানে আমাদের ফিটনেসেরও একটা বিষয় আছে।’ নিউজিল্যান্ড  সফরে ১৭টি ক্যাচ ড্রপ আক্ষেপে পুড়িয়েছে বাংলাদেশ দলকে, হায়দারাবাদ টেস্টেও ক্যাচ ড্রপ,রান আউট এবং স্ট্যাম্পিং মিস বাংলাদেশ দলকে ভুগিয়েছে। বাজে ফিল্ডিংয়ে অপবাদ ঘোঁচাতে তাই গল টেস্টে  সতর্ক বাংলাদেশ অধিনায়কÑ‘এক-দুইটা সুযোগ পেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ফিল্ডিংটা গুরুত্বপূর্ণ। আমরা ফোকাস করছি শেষ দুই সিরিজে যেটা করছি সেটা থেকে যেন আমরা বেটার কিছু করতে পারি।’




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ