Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ স্কোয়াডে আরেক শ্রীলংকান!

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শ্রীলংকান কোচিং স্টাফ নিয়েই ভয় হেরাথের
বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : বাংলাদেশ স্কোয়াডে তিন শ্রীলংকানকে নিয়ে স্বাগতিক দল থাকছে তটস্থ। শ্রীলংকার সাবেক টেস্ট ক্রিকেটার, শ্রীলংকার কোচ হাতুরুসিংহে বাংলাদেশ দলেল সঙ্গে শ্রীলংকা সফরে এসেছেন শ্রীলংকা ক্রিকেটের উপেক্ষার জবাব দিতে। সাবেক টেস্ট ক্রিকেটার থিলান সামারাবীরা এখন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক, শ্রীলংকা দলের সাবেক ফিটনেস ট্রেনার ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান না জানি শ্রীলংকা বাঁধ আটছেন কোন পরিকল্পনাÑ এটা নিয়েই আতঙ্কে কাটছে শ্রীলংকা দলের। বাংলাদেশ দলের কোচিং স্টাফে আর এক শ্রীলংকানের নাম ঘোষণা করে আরো বেশি আতঙ্কে স্বাগতিকদের ফেলে দিয়েছে বিসিবি। ইংলিশ ফিজিও ডিন কনওয়ের সঙ্গে পাওনা নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলংকা সফরে না এসে পড়েছেন বিসিবি’র রোষানলে। হারিয়েছেন ফিজিও’র চাকুরি। তার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ফিজিও হিসেবে শ্রীলংকান বংশোদ্ভুত ৩৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক থিহান চন্দ্রমোহনকে নিয়োগ দিয়েছে বিসিবি। গতকাল এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে দায়িত্ব পালনে গতকালই তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। ইংলিশ কাউন্টি  দল হ্যাম্পশায়ারের এই ফিজিওকে নিয়ে চার শ্রীলংকানÑ আতঙ্কটা যে বাড়িয়ে দিয়েছে লংকান অধিনায়ক হেরাথকেও।
লংকান কোচিং স্টাফকে পেয়ে কৌশলে এগিয়ে থাকছে বাংলাদেশ,তা মনে করছেন হেরাথÑ‘শ্রীলঙ্কান কোচিং স্টাফদের নিয়ে তারা খানিকটা এগিয়ে। তারা এই কন্ডিশন সম্পর্কে জানে। শুধু তাই নয়, আমাদের খেলোয়াড়দের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কেও জানে। যা হয়তো আমাদের খানিকটা পিছিয়ে দেবে। তারপরও একটা নতুন ম্যাচ। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, সেক্ষেত্রে জয় নিয়েই শেষ করতে পারব।’ তবে কোচিং স্টাফদের পরিকল্পনাগুলো মাঠে যথাযথভাবে প্রয়োগ করতে না পারলে শ্রীলংকা চড়াও হতে পারে, সে শংকাটাও মাথায় রাখছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকÑ‘শ্রীলঙ্কান কোচিং স্টাফ হিসেবে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু সুবিধা পাচ্ছি। কিন্তু এটাই পুরো বিষয় নয়। আমাদের মাঠে ভালো খেলাটা নিশ্চিত করা জরুরি। তারা তাদের বিভিন্ন পরিকল্পনা শেয়ার করে। সেই পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করাটাই হচ্ছে কথা। শ্রীলঙ্কা বর্তমানে তরুণ দল। ঘরের মাঠে তারা ভালো দল। তাদের বিপক্ষে জিততে গেলে আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ