Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ডের সিরিজ জয়

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা মাঝারি মানের। কিন্তু ক্যারিবিয় স্পিনারদের আক্রমণে হঠাৎই এলোমেলো ইংলিশদের বাঘা ব্যাটিং লাইনআপ। এমন সময় জ্বলে উঠলেন জো রুট, সঙ্গী হিসেবে পেলেন ক্রিস ওকসকে। ইংল্যান্ডও তুলে নিল ৪ উইকেটরে জয়। তার মানে তিন ম্যাচের সিরিজটাও তারা পকেটস্থ করল এক ম্যাচ হাতে রেখে। অ্যান্টিগায় প্রথম ওয়ানডের সেই ধীর পিচে ওয়েস্ট ইন্ডিজের করা ২২৫ রানও এক সময় মনে হচ্ছিল জয়ের জন্য যথেষ্ঠ। ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ১২৪/৬-এ পরিণত হয় ইংলিশরা। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেন অ্যাশলে নার্স, বিশু নেন ৪৩ রানে ২টি। এরপর রুট-ওকসের অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি সব শঙ্কা দূর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। এর আগে টস জয়ী উইন্ডিজ ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ২২৫ রানে। জেসন মোহাম্মাদ ৫০ ও ক্রেইগ ব্রেথওয়েট করেন ৪২ রান। ৩২ রানে ৩ উইকেট নেন লেইম প্লাঙ্কেট, ২টি করে নেন স্টিভ ফিন ও আদিল রশিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ