নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : এই প্রথম চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এক সেশনে কোনো উইকেট পড়ল না। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াও নেই চালকের আসনে। ১২০ রানে চার উইকেট হারিয়ে ভারত যখন প্রচ- চাপের মুখে, তখন ত্রাতা হয়ে দেখা দেন চেতস্বর পুজারা ও আজিঙ্কে রাহানে। শেষ সেশনের পুরোটা সময় ব্যাট করে গড়েন অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি। যে জুটি উল্টো অস্ট্রেলিয়াকেই এখন ফেলে দিয়েছে চাপের মুখে।
তবে বেঙ্গালুরু টেস্টের চালকের আসনে এখনই ভারতকেও যাচ্ছে না। প্রথম ইনিংসের ঘাটতি মেটাতেই তো খরচ হয়ে গেল ৮৭ রান। দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ২১৩। পিচ যে হঠাৎ ভোল পাল্টেছে ব্যাপারটি মোটেও এমন নয়। টার্ন পেয়েছেন স্পিনাররা, পেসাররাও পেয়েছেন প্রচুর সুইং। এর মাঝে পুজারা ও রাহানের অতি সাবধানী ব্যাটিংয়েই এটা সম্ভব হয়েছে। ১৭৩ বলে ৭৯ রানের পথে মাত্র ছয়টি চার মারেন পুজারা, ১০৫ বলে ৪০ রানে রাহানের বাউন্ডারি তিনটি।
এদিনও ব্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি। সজ হ্যাজেলউডের বলে যখন এলবিডব্লিউ হয়ে ফেরেন দলের স্কোর তখন তিন উইকেটে ১১২। খানিক বাদে রবিন্দ্র জাদেজা ফিরতেই আরো বড় চাপের মুখে পড়ে ভারত। ছয় বছর পর দলে সুযোগ পাওয়া অভিনব মুকুন্দ প্রথম ইনিংসে ০ রানের পর এবার ফেরেন ১৬ রান করে। লোকেশ রাহুল ফিফটি পূর্ণ করেই স্টিভ ও’কিফের বলে স্টিভেন স্মিথের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হন। এবার ও’কিফ বা লায়ন নয়, ৫৭ রানে তিন উইকেট নিয়ে ভারতের টপঅর্ডারে ধস নামান হ্যাজেলউড।
এর আগে ১৬ ওভার ভ্যাট করে হাতের চার উইকেট হারিয়ে ৩৯ রান যোগ করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ককে ফিরিয়ে সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি বিচ্ছিন্ন করেন রভিচন্দ্রন আশ্বিন। বাকি তিন উইকেট দ্রুতই তুলে নেন জাদেজা। সাত রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে ২৭৬ রানে গুটিয়ে যায় অজিরা। জাদেজা নেন ৬৩ রানে ছয় উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ১৮৯। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৭৬, আগের দিনের ২৩৭/৬-এর পর (ওয়েড ৪০, স্টার্ক ২৬, জাদেজা ৬/৬৩, আশ্বিন ২/৮৪)।
ভারত দ্বিতীয় ইনিংস : ৭২ ওভারে ২১৩/৪ (রাহুল ৫১, মুকুন্দ ১৬, পুজারা ৭৯*, কোহলি ১৫, জাদেজা ২, রাহানে ৪০*; স্টার্ক ০/৪৫, হ্যাজেলউড ৩/৫৭, লায়ন ০/৬৯, ও’কিফ ১/২৮, মিচেল মার্শ ০/৪)। (তৃতীয় দিন শেষে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।