নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাহেদ খোকন : বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে ‘এ’ পুলে নিজেদের শেষ ম্যাচে পেনাল্টি কর্নার (পিসি) আতঙ্কে ভুগছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দুর্বল ফিজির বিপেক্ষ ৫-১ গোলের সহজ জয় পেলেও স্বাগতিকরা পিসি মিসের মহড়া দেখিয়েছে। ১৩টি পিসি পেয়ে মাত্র তিনটি কাজে লাগিয়েছে জিমিবাহিনী। আজ ওমানের বিপক্ষে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে লাল-সবুজরা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের আগে বাংলাদেশের জার্মান কোচ অলিভার কার্টজের ভাবনায় শুধুই পিসি। আগের ম্যাচের দুর্বলতা কাটানোর জন্য মাথা খাটাচ্ছেন তিনি। অলিভার বলেন, ‘হকিতে এমনটি হয়েই থাকে, কিন্তু কেন এমন হচ্ছে সেটিই খুঁজে বের করতে হয় খেলোয়াড় ও কোচকে। আমি চয়ন, আশরাফুল ও খোরশেদের সঙ্গে কথা বলেছি। এখানে মনোসংযোগের ব্যাপার আছে, আছে গ্রিপের ও স্টিকের বিষয়। আমার কাছে মনে হয়েছে আশরাফুলের স্টিক ড্র্যাগের জন্য পুরোপুরি উপযোগী নয়। তাকে স্টিক বদলাতে বলেছি। আশাকরি আমার দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞরা আগামীকাল (আজ) ঠিকই তাদের লক্ষ্য খুঁজে পাবেন।’
টুর্নামেন্টে ওমান যেখানে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারায় ফিজিকে, সেখানে বাংলাদেশ ০-৩ গোলে হারে মালয়েশিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ফিজির বিপক্ষে বাংলাদেশের জয় ৫-১ গোলের হলেও ওমান ১-৬ গোলে বিধ্বস্ত হয় মালয়েশিয়ার কাছে। এমন পরিসংখ্যানে বাংলাদেশ-ওমান ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। গ্রুপের প্রথম স্থানটি যথারীতি রয়েছে মালয়েশিয়ার দখলে। আজ চূড়ান্ত হবে কারা থাকছে দ্বিতীয়স্থানে। প্রায় সমশক্তির হওয়ায় বাংলাদেশ-ওমান লড়াই মানেই জয়-পরাজয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি। বলে-কয়ে জেতার মতো অবস্থানে নেই কোনো দেশই। আট দেশের এ আসরের গ্রুপ পর্ব শেষে অবস্থান যাই হোক না কেন, সবাই খেলার সুযোগ পাবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল দ্বিতীয় স্থানটি। তাতে অপেক্ষাকৃত দুর্বল দল পাওয়া যাবে কোয়ার্টার ফাইনালে। দলটি হতে পারে ঘানা, যাদের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে হার, ড্র ও জয়- তিন রকম ফলাফলের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। আজ ওমানকে হারাতে পারলে লক্ষ্যপূরণ হবে জিমি-চয়নদের। আর হেরে গেলে কোয়ার্টার ফাইনালে চীন কিংবা মিশরের সামনে পড়তে হবে। এমন সমীকরণে ওমানের বিপক্ষে কঠিন পরীক্ষাতেই নামতে হবে জিমিবাহিনীকে। যদিও এর আগে ঢাকায় কখনই ওমানের কাছে হারেনি বাংলাদেশ। ২০১৩ সালে ৬-১ গোলে জয়ের পর গত বছর অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপে ১০-০ গোলে জিতেছিল লাল-সবুজরা। তবে ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে এই ওমানের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের প্রথম পর্বে ওমান পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারায় বাংলাদেশকে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হলে শুটআউটে ফলাফল নির্ধারণ হয়। তখন ওমানের কোচ ছিলেন অলিভার কার্টজ। এখন তিনি বাংলাদেশের কোচ। এ প্রসঙ্গে অলিভার বলেন, ‘আমি পেশাদার কোচ। এখন বাংলাদেশ আমার দল। বর্তমানে আমার সব চিন্তা-চেতনা বাংলাদেশ ঘিরে। কাল (আজ) বাংলাদেশকে জয়ী করাতে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগাব।’ অন্যদিকে ওমানের ভারতীয় কোচ কে কে পুনাচা বলেন, ‘আমার খেলোয়াড়দের অভিজ্ঞতা বেড়েছে। বাংলাদেশ নিজ মাঠে খেলছে বলে আমরা তাদের অবশ্যই সমীহ করব। তবে এর মানে এই নয় যে তারা অজেয়। আমরা জয়ের জন্যই টার্ফে নামব।’
চ্যাম্পিয়ন তামীম-সাকিবের ঝালমি
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব-তামীমের দল পেশোয়ার ঝালমি। গেলপরশু রাতে পাকিস্তানের লাহোর গাদ্দাফী স্টেডিয়ামে ১৫ হাজার নিরাপত্তারক্ষী বেষ্টিত ফাইনালে বাংলাদেশের অপর তারকা মাহমুদউল্লাহ ও বিজয়ের দল কোয়েট্টা গ্লাডিয়েটর্সকে (৯০/১০) হারিয়ে প্রথম বারেরমত শিরোপা জেতে আফ্রিদি-স্যামির দল (১৪৮/৬)। শ্রীলঙ্কা সফরে থাকায় ঝালমির হয়ে খেলা হয়নি তামীম, সাকিব, রিয়াদের। তবে ঢাকা থেকে ৫০ লাখ টাকায় উড়িয়ে নেয়া বিজয় ব্যাট হাতে করেছেন মাত্র ৩ রান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।