Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাদাগিরির বিশেষ পর্বে রুনা লায়লা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানের উপস্থাপক প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণেই তিনি অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অংশগ্রহণ করছেন বলে জানা যায়। কয়েক বছর আগে মুম্বাই থেকে কলকাতা আসার পথে প্লেনে রুনা লায়লার সাথে সৌরভ গাঙ্গুলীর দেখা হয়েছিলো। এরপর একটি অনুষ্ঠানে রুনা গেয়েছিলেন আর সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী নেচেছিলেন। সেই থেকে রুনা লায়লার সাথে সৌরভ পরিবারের সখ্য গড়ে উঠে। তার সূত্র ধরেই সৌরভ রুনা লায়লাকে দাদাগিরির একটি বিশেষ পর্বে অংশগ্রহণের অনুরোধ করেন। এতে রুনা লায়লা রাজি হন। দাদাগিরির বিশেষ এ পর্বে রুনা লায়লার পাশাপাশি ভারতের খ্যাতিমান কয়েকজন কণ্ঠশিল্পীও থাকবেন। এদের মধ্যে রয়েছে আরতি মুখোপাধ্যায় ও রেখা ভরদ্বাজের নাম। এছাড়া কুমার শানুরও থাকার সম্ভাবনা রয়েছে। দাদাগিরির বিশেষ এ পর্বে অংশ নিতে রুনা লায়লা আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় যাবেন বলে জানা যায়। পর্বটির দৃশ্যায়ন হবে ১ মার্চ। রুনা লায়লা জানান, আমি সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনা উপভোগ করি। এ অনুষ্ঠানটি অন্যান্য গেম শো’র চেয়ে একটু আলাদা। আর এখানে আমার মতো গানের মানুষরাই থাকবেন জেনে আরও ভালো লাগছে। উল্লেখ্য, রুনা লায়লা কিছু দিন আগে ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাদাগিরির বিশেষ পর্বে রুনা লায়লা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ