Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্কাসে নগ্নতায় যুব সমাজ বিপথগামী

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার মজুমদারহাট সংলগ্ন দি ইলেভেন স্টার সার্কাসের অশ্লিলতা ও নগ্নতায় বিপথগামী হচ্ছে যুুব সমাজ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে পরীক্ষার ফলাফলে মারাত্মক প্রভাব পড়বে বলে অভিভাবক মহল উদ্বিগ্ন। জানা গেছে, মজুমদারহাটে সার্কাস প্যান্ডেলের পশ্চিমে শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, দক্ষিণে এই আই ডি ভোকেশনাল স্কুল এন্ড কলেজ ও ধর্মপুর ডি ডি এম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পূর্বে বোয়ালি সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা চলমান অবস্থায় এক শ্রেণির অসাধু ব্যক্তি প্যান্ডেল করে দি ইলেভেন স্টার সার্কাস প্রদর্শন করছে। এছাড়া সার্কাসের পাশে বসছে জুয়া, মদ, গাঁজা ও ইয়াবা সেবনের আসর। সার্কাসের নৃত্যে ঝংকারে যুব সমাজের আরামের ঘুম হারাম হয়েছে। ফলে সন্ধ্যা হলেই পড়াশোনা ছেড়ে দিয়ে যুব সমাজ ঢুকে পড়ছে সার্কাস প্যান্ডেলে। এ কারণে তারা লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্কাসে নগ্নতায় যুব সমাজ বিপথগামী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ