Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের কাছে চাকরি চাইনি : ব্লেয়ার

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কোনো চাকরি চাননি বলে জানিয়েছেন। ট্রাম্পের কাছে চাকরি চাওয়ার খবর প্রকাশের পর তিনি এমন মন্তব্য জানেিয়ছেন। খবরটি অস্বীকার করে টনি ব্লেয়ার বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হতে চেয়ে ট্রাম্পের কাছে তার চাকরি চাওয়ার খবরটি মিথ্যা। তবে, সাবেক প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র এ খবর অস্বীকার করার পাশাপাশি স্বীকার করেন ট্রাম্পের মেয়ে জামাই জারেড কুশনারের সঙ্গে দেখা করেছেন টনি ব্লেয়ার। ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন কুশনার। তাকে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী হিসেবে গণ্য করা হয়। বেøয়ারের মুখপাত্র আরো দাবি করেন, আমন্ত্রণের ভিত্তিতে এ সাক্ষাৎ করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। ব্যক্তিগত গোপন এ বৈঠকে ট্রাম্পের পক্ষ নিয়ে ব্লেয়ারের কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অবশ্য ব্লেয়ার ট্রাম্পের কাছে চাকরি চেয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ভুল বলেও দাবি করেন এ মুখপাত্র। গত সেপ্টেম্বরের পর এ নিয়ে তিন দফা বেøয়ার বৈঠক করেছেন বলেও জানা গেছে। পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ