Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মান কর্তৃপক্ষকে নাৎসিদের সঙ্গে তুলনা করলেন এরদোগান

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: জার্মানিতে তুর্কিদের সমাবেশ করতে না দেয়ায় দেশটির কর্মকর্তাদেরকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দুদেশের চলমান বাকযুদ্ধের মধ্যেই সর্বশেষ এমন উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট। আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রেসিডেন্ট এরদোগানের হাতে আরও ক্ষমতা তুলে দেয়া হবে কিনা সে ব্যাপারে জনগণ তাদের মতামত জানাবে। ওই গণভোটে এরদোগানের পক্ষে জার্মানিতে একটি জনসভা করার অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয় সেখানকার কর্তৃপক্ষ। এর প্রতিক্রিয়ায় জার্মান কর্মকর্তাদেরকে নাৎসিদের সঙ্গে তুলনা করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট জার্মান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আচরণ অতীতের নাৎসিদের আচরণ থেকে ভিন্ন কিছুই নয়।’ এপ্রিলের ওই গণভোটে জার্মানিতে বসবাসরত প্রায় ১৪ লাখ তুর্কি ভোট দিতে পারবেন। সম্প্রতি তুর্কিদের জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক সরকার। পাল্টা পদক্ষেপ হিসেবে এক জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকেও তলব করা হয়। জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্যাগেনাউ টাউন হলে প্রবাসী তুর্কি কমিউনিটির লোকজনের সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশে তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ বক্তব্য রাখবেন বলেও অনুমতি দিয়েছিল জার্মানি। কিন্তু গ্যাগেনাউ নগর কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, টাউন হলে তুর্কি কমিউনিটির লোকজনের স্থান সংকুলান হবে না বলে এ বিষয়ে একটি তুর্কি সংগঠনের সঙ্গে এর আগে করা একটি চুক্তি প্রত্যাহার করে নিচ্ছেন তারা। তবে এই বিবৃতির কিছুক্ষণ পরেই এরদোগান বলেন, ‘আমি মনে করেছিলাম জার্মান নাৎসি আচরণ অনেক আগেই এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গিয়েছে। তবে আমাদের এই ধারণা একদম ভুল।’ সূত্র : বিবিসি।



 

Show all comments
  • ৭ মার্চ, ২০১৭, ১১:৫৩ পিএম says : 0
    সমাবেশের অনুমতি দেয়া উচিত|তুর্কি সরকারের পক্ষে যাতে সমাবেশ করতে পারে সে ব্যাপারে জার্মান কর্তৃপক্ষের সাথে শান্তি পুর্ণ আলোচনা চালিয়ে যেতে হবে|
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ