Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে ৩১ কিউবানকে মুক্ত করেছে পুলিশ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর ফেডারেল পুলিশ দেশটির পর্যটনকেন্দ্র রিভিয়েরা মায়া এলাকায় আটক কিউবার ৩১ নাগরিককে মুক্ত করেছে। বন্দুকধারীরা এদের একটি বাড়িতে আটকে রেখেছিল। গত শনিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। কিউবান এই অভিবাসন প্রত্যাশীরা জানায়, মুখোশ পড়া বন্দুকধারীরা তাদেরকে ক্যারিবিয়ান উপক‚লের কাছে একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। আটক কিউবানদের কাছে অর্থ ছিল না। মেক্সিকোর জাতীয় জননিরাপত্তা বোর্ড জানায়, বন্দুকধারীদের হাতে জিম্মি ২২ কিউবান পুরুষ ও ৯ কিউবান নারীকে মুক্ত করার অভিযানে যাবার আগে পুলিশ এই পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটি খবর পায়। মেক্সিকোর কর্তৃপক্ষ উদ্ধারকৃত কিউবানদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেছে। এদের মেক্সিকোতে বসবাসের অনুমোদন নেই। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ